চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় মাদক বিরোধী অভিযানে ৫০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার (৬ জানুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে আলমডাঙ্গা স্টেশনপাড়া এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
বিজ্ঞাপন
চুয়াডাঙ্গা পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
গ্রেফতাররা হলেন— আলমডাঙ্গা গোবিন্দপুর মন্ডলপাড়ার আব্দুল মজিদের ছেলে মো. রাসেল (২৫) ও একই উপজেলার ক্যানেলপাড়ার ফিরোজ খানের ছেলে কবির খান (২৫)।
চুয়াডাঙ্গা পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে আলমডাঙ্গা থানার এসআই বাবলু খাঁন সঙ্গীয় ফোর্সসহ স্টেশনপাড়া এলাকায় বিশেষ অভিযান চালান। এসময় ওই এলাকার মনোয়ার মেডিকেল সার্ভিসেস এর সামনে পাঁকা রাস্তার উপর থেকে ৫০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ ওই দুজনকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার আসামিদের বিরুদ্ধে আলমডাঙ্গা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে বলেও জানান পুলিশের এই ঊর্ধ্বতন কর্মকর্তা।
প্রতিনিধি/টিবি

