মিরসরাইয়ের জোরারগঞ্জ থানা পুলিশ মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে মো. নজরুল ইসলাম (২৬) নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে। এসময় তার কাছ থেকে ৩ হাজার ৫ শত ৪৬ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।
মঙ্গলবার (৬ জানুয়ারি) রাতে জোরারগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) কাজী নাজমুল হক বিষয়টি নিশ্চিত করেছেন।
বিজ্ঞাপন
গ্রেফতার নজরুল ইসলাম নোয়াখালীর কবিরহাট থানার মকবুল চৌধুরীহাট এলাকার নুলুয়া গ্রামের সিরাজুল হকের ছেলে। এ সময় মাদক পরিবহন কাজে ব্যবহৃত একটি লিভো মোটরসাইকেল জব্দ করা হয়।
জোরারগঞ্জ থানার ওসি কাজী নাজমুল হক বলেন, মঙ্গলবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে বারইয়ারহাট পৌরসভার উত্তর সোনাপাহাড় এলাকায় আলনূর হাসপাতালের বিপরীতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের উত্তর পাশে ইউ-টার্ন এলাকায় অভিযান চালানো হয়। অভিযানে নজরুল ইসলামকে গ্রেফতার করে তল্লাশি করা হয়। তল্লাশিকালে তার সঙ্গে থাকা ব্যাগ থেকে ৩ হাজার ৫ শত ৪৬ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।
বিজ্ঞাপন
গ্রেফতার ব্যক্তির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা শেষে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। মাদক নির্মূলে পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
প্রতিনিধি/টিবি

