বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

পঞ্চগড়ে ১৯ লাখ টাকার ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার

জেলা প্রতিনিধি, পঞ্চগড়
প্রকাশিত: ২৫ ডিসেম্বর ২০২৫, ০২:১৬ এএম

শেয়ার করুন:

পঞ্চগড়ে  ১৯ লাখ টাকার ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার

পঞ্চগড় জেলা পুলিশের ধারাবাহিক মাদকবিরোধী অভিযানে ৪ হাজার ৮০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ আবুল হাসান (৪৬) নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক বাজার মূল্য প্রায় ১৯ লাখ ২০ হাজার টাকা।

বুধবার (২৪ ডিসেম্বর) বিকেলে পঞ্চগড় পৌরসভার ইসলামবাগ এলাকায় অবস্থিত এস.এ পরিবহনের কুরিয়ার সার্ভিস কার্যালয়ের সামনে এ অভিযান পরিচালনা করা হয়।


বিজ্ঞাপন


ডিবি পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় যে, এস.এ পরিবহনের কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আসা একটি মাদকের চালান রিসিভ করতে একজন মাদক কারবারি সেখানে উপস্থিত হবে। তথ্যটি নিশ্চিত হওয়ার পর পুলিশ সুপার, পঞ্চগড় মহোদয়ের নির্দেশনায় জেলা গোয়েন্দা শাখার একটি চৌকস টিম কুরিয়ার সার্ভিস কার্যালয়ের আশপাশে গোপনে অবস্থান নেয়। পরবর্তীতে গোয়েন্দা তথ্য অনুযায়ী, আবুল হাসান একটি সাদা ব্যাগ হাতে নিয়ে কুরিয়ার অফিস থেকে বের হলে ডিবি পুলিশ তাকে আটক করে। পরে ঘটনাস্থলে উপস্থিত সাধারণ মানুষের সামনে তার সাথে থাকা ব্যাগটি তল্লাশি করা হয়। তল্লাশিকালে ব্যাগের ভেতরে খাকি রঙের কাগজ দিয়ে তৈরি একটি কার্টুন পাওয়া যায়। কার্টুনটি খুলে বিশেষ কায়দায় সাদা রঙের সিলিকন রাবারের প্যাকেটে কস্টেপ দিয়ে মোড়ানো তিনটি প্যাকেট উদ্ধার করা হয়। এসব প্যাকেটের ভেতরে মোট ৩০টি নীল রঙের ছোট পলিথিন প্যাকেটে সর্বমোট ৪ হাজার ৮০০ পিস নেশাজাতীয় ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃত আবুল হাসান পঞ্চগড় জেলার বোদা উপজেলার গাইঘাটা, আরজি সেনপাড়া এলাকার আবুল হাতেমের ছেলে।

এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) মো. ফরহাদ হোসেন বলেন, পঞ্চগড় জেলা পুলিশ মাদক নির্মূলে জিরো টলারেন্স নীতিতে কাজ করছে। মাদক কারবারিরা যেখানেই লুকিয়ে থাকুক, তাদের আইনের আওতায় আনা হবে।

অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. শইমী ইমতিয়াজ বলেন, মাদক সমাজের জন্য ভয়াবহ হুমকি। পঞ্চগড় জেলা পুলিশ মাদক সেবন ও এর বিস্তার রোধে সর্বোচ্চ আন্তরিকতার সঙ্গে কাজ করে যাচ্ছে।


বিজ্ঞাপন


এসময় ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্), অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল), ডিআইও-১ সহ জেলা গোয়েন্দা শাখার অন্যান্য অফিসার ও পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

প্রতিনিধি/ এজে

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর