গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার ফরহাদ মিয়া (৩৫) ঢাকার একটি কোম্পানিতে চাকরি করছিলেন। এরই মধ্যে সাভার এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় তিনি নিহত হয়েছেন।
বিজ্ঞাপন
মঙ্গলবার (৬ জানুয়ারি) তার মরদেহ সাদুল্লাপুরের তাঁতীপাড়া গ্রামের বাড়িতে পৌঁছালে এলাকায় শুরু হয় শোকের ছায়া। স্বজনদের মধ্যে দেখা যায় আহাজারির দৃশ্য।
নিহত ফরহাদ মিয়া উপজেলার ধাপেরহাট ইউনিয়নের তাঁতীপাড়া গ্রামের নওশাদ মিয়ার ছেলে।
স্বজনরা জানায়, ঢাকার একটি ব্যাগ কোম্পানিতে ফরহাদ মিয়া চাকরি করেছিলেন। গত সোমবার (৫ জানুয়ারি) সাভার এলাকার হেমায়েতপুরে মোটরসাইকেল দুর্ঘটনা আহত হন। এসময় স্থানীয়রা তাকে উদ্ধার করে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন।
বিষয়টি নিশ্চিত করে নিহত ফরহাদ মিয়ার ফুফাতো ভাই নাজমুল সোহাগ বলেন, ফরহাদ অত্যন্ত নম্র ভদ্র ছিলেন। তার অকাল মৃত্যুটি খুবই বেদনাদায়ক।
এ বিষয়ে ধাপেরহাট ইউনিয়ন পরিষদের ৭ নম্বর ওয়ার্ড সদস্য জিল্লুর রহমান বলেন, সাভারে সড়ক দুর্ঘটনায় আমাদের এলাকার ফরহাদ মিয়া নিহত হয়েছে। মঙ্গলবার বিকেলে তার জানাজা নামাজে শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
প্রতিনিধি/এসএস

