বৃহস্পতিবার, ৮ জানুয়ারি, ২০২৬, ঢাকা

ব্রাহ্মণবাড়িয়ায় ছোট ভাইয়ের ঘুসিতে বড় ভাইয়ের মৃত্যু

জেলা প্রতিনিধি, ব্রাহ্মণবাড়িয়া
প্রকাশিত: ০৬ জানুয়ারি ২০২৬, ০৫:২১ পিএম

শেয়ার করুন:

ব্রাহ্মণবাড়িয়ায় ছোট ভাইয়ের ঘুসিতে বড় ভাইয়ের মৃত্যু
নিহত মিঠুন মিয়া।

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ছোট ভাইয়ের ঘুসির আঘাতে বড় ভাইয়ের মৃত্যুর অভিযোগ উঠেছে।


বিজ্ঞাপন


সোমবার (৫ জানুয়ারি) দিবাগত রাতে উপজেলার পাকশিমুল ইউনিয়নের পাকশিমুল পূর্ব পাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

মৃত মিঠুন মিয়া (৩৫) পাকশিমুল পূর্বপাড়া গ্রামের মো. আঙুর মিয়ার ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, পাকশিমুল পূর্ব পাড়া গ্রামের মিঠুন মিয়ার সঙ্গে তার ছোট ভাই ইমরান মিয়ার পূর্ব শত্রুতা ছিল। সোমবার (৫ জানুয়ারি) দিবাগত রাতে বাড়িতে পূর্ব শত্রুতার জেরে দুই ভাইয়ের মধ্যে কথা কাটাকাটি হয়। এর এক পর্যায়ে ছোট ভাই ইমরান বড় ভাই মিঠুন মিয়ার বুকে ঘুসি মারলে মিঠুন মাটিতে লুটিয়ে পড়ে। পরে স্বজনেরা মিঠুন মিয়াকে উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন

বাসের সিটে বসা নিয়ে তর্ক, চালককে পেটালেন সার্কেল এসপি

ঘটনার সত্যতা নিশ্চিত করে সরাইল থানার পরিদর্শক (তদন্ত) জহিরুল ইসলাম জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য আজ মঙ্গলবার (৬ জানুয়ারি) দুপুরে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনার প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

প্রতিনিধি/এসএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর