বৃহস্পতিবার, ৮ জানুয়ারি, ২০২৬, ঢাকা

শীতে কাঁপছে সাতক্ষীরা, নিম্নআয়ের মানুষের ভোগান্তি

জেলা প্রতিনিধি, সাতক্ষীরা
প্রকাশিত: ০৬ জানুয়ারি ২০২৬, ০১:২৭ পিএম

শেয়ার করুন:

শীতে কাঁপছে সাতক্ষীরা, নিম্নআয়ের মানুষের ভোগান্তি
শীতে কাঁপছে সাতক্ষীরা

তীব্র শীত ও ঘন কুয়াশায় কাঁপছে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের সীমান্ত জেলা সাতক্ষীরা। হিমেল হাওয়া ও সূর্যের দেখা না মেলায় জনজীবন কার্যত স্থবির হয়ে পড়েছে। টানা তিন দিন ধরে সূর্যের দেখা নেই। এতে ভোগান্তিতে পড়েছেন খেটে খাওয়া মানুষসহ নিম্নআয়ের জনগোষ্ঠী।

প্রচণ্ড শীতের কারণে সকাল থেকেই ফাঁকা হয়ে যাচ্ছে শহরের রাস্তাঘাট ও বাজার। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে শীতের তীব্রতাও বাড়ছে। সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছেন দিনমজুর, কৃষিশ্রমিক ও ছিন্নমূল মানুষ। অনেকেই পর্যাপ্ত গরম কাপড়ের অভাবে খড়কুটো ও লতাপাতা জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছেন। যদিও সরকারি ও বেসরকারি উদ্যোগে কোথাও কোথাও শীতার্তদের মাঝে গরম কাপড় বিতরণ করা হচ্ছে।


বিজ্ঞাপন


এদিকে, তীব্র শীতে শিশু ও বয়স্কদের মধ্যে শীতজনিত রোগের প্রকোপ বাড়ছে বলে জানিয়েছেন চিকিৎসকেরা।

সাতক্ষীরা আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা জুলফিকার আলী রিপন জানান, মঙ্গলবার সকাল ৬টায় জেলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১০ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসের আর্দ্রতা ছিল ৯৮ শতাংশ। আগের দিন সোমবার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। তিনি বলেন, আগামী দুই–এক দিনের মধ্যে তাপমাত্রা আরও ওঠানামা করতে পারে।


বিজ্ঞাপন


সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের শিশু বিভাগের সহকারী অধ্যাপক ডা. সামছুর রহমান বলেন, তীব্র শীতে শিশুদের প্রতি বিশেষ যত্ন নিতে হবে। তাদের গরম কাপড়, হাতমোজা পরিয়ে রাখতে হবে এবং ভোরে বাইরে বের করা থেকে বিরত থাকতে হবে। বাসি খাবার না খাওয়ানো ও বিশুদ্ধ পানি পান করানো জরুরি। ঠান্ডাজনিত সমস্যা দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিতে হবে। বয়স্কদের ক্ষেত্রেও একই ধরনের সতর্কতা প্রয়োজন।

প্রতিনিধি/টিবি

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর