হবিগঞ্জের লাখাইয়ে বড় ভাই জুনাইদ মিয়াকে ইট দিয়ে আঘাত করে হত্যার অভিযোগে ছোট ভাই মো. ওবায়েদ মিয়াকে (২০) গ্রেফতার করেছে র্যাব।
রোববার (৪ জানুয়ারি) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-৯ সিলেটের মিডিয়া অফিসার অতিরিক্ত পুলিশ সুপার কে এম শহিদুল ইসলাম সোহাগ।
বিজ্ঞাপন
গ্রেফতার হওয়া ওবায়েদ মিয়া জেলার লাখাই উপজেলার বামৈ পশ্চিমপাড়া গ্রামের আবুল খায়েরের ছেলে।
র্যাব জানায়, শনিবার (৩ জানুয়ারি) রাত প্রায় সাড়ে ১০টায় গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৯ সিপিসি-৩ শায়েস্তাগঞ্জ ক্যাম্পের সদস্যরা অভিযান পরিচালনা করে। এ অভিযানে জেলার শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশন এলাকা থেকে মো. ওবায়েদ মিয়া গ্রেফতার হয়। পরে তাকে লাখাই থানায় হস্তান্তর করা হয়েছে।
ঘটনার বিবরণে জানা যায় যে, জুনাইদ মিয়া ৪ বছর আগে বিয়ে করেন। বিয়ের কিছুদিন পর তাকে তার বাবা পরিবার থেকে পৃথক করে দেন। পৃথক করে দেওয়ার পর থেকে, তিনি স্ত্রীসহ শ্বশুর বাড়িতে বসবাস করতেন। ২ জানুয়ারি নিজ বাড়িতে এসে ঘর নির্মাণ করে স্ত্রীকে নিয়ে বসবাস করবেন বলে বাবাকে জানান তিনি।
বিজ্ঞাপন
এই সময় পারিবারিক কলহের জেরে বাবা-ছেলের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে ওবায়েদ মিয়া একটি ইট দিয়ে জুনাইদের মাথায় আঘাত করেন। এতে সে গুরুতর আহত হয়। আহত অবস্থায় উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয়।
এ ঘটনায় লাখাই থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়। এরই প্রেক্ষিতে আসামিকে আইনের আওতায় আনতে র্যাব-৯ ছায়া তদন্ত শুরু করে এবং গোয়েন্দা তৎপরতা জোরদার করে।
প্রতিনিধি/এসএস

