সোমবার, ৫ জানুয়ারি, ২০২৬, ঢাকা

নিখোঁজের একদিন পর শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার

জেলা প্রতিনিধি, পটুয়াখালী
প্রকাশিত: ০৪ জানুয়ারি ২০২৬, ০৭:০৯ পিএম

শেয়ার করুন:

নিখোঁজের একদিন পর শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার
নিহত আয়েশা আক্তার।

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার সদর ইউনিয়নের মাঝনেতা গ্রামে নিখোঁজ হওয়ার একদিন পর বস্তাবন্দি অবস্থায় এক শিশু কন্যার মরদেহ উদ্ধার করা হয়েছে।

রোববার (৪ জানুয়ারি) সকালে গ্রামের একটি নির্জন স্থান থেকে বস্তাবন্দি অবস্থায় আয়েশার মরদেহ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশকে খবর দেন।


বিজ্ঞাপন


নিহত শিশু মাঝনেতা গ্রামের বাসিন্দা বাবুল প্যাদার মেয়ে আয়েশা আক্তার (১১)।

আরও পড়ুন

হ‌রিনাকুন্ডু‌তে নি‌খোঁজ কৃষ‌কের ঝুলন্ত লাশ উদ্ধার

স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল আয়েশা আক্তার নিখোঁজ হয়। পরিবারের পক্ষ থেকে সম্ভাব্য সব জায়গায় খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাওয়া যায়নি।

রাঙ্গাবালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামীম হাওলাদার বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। পরে আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানোর প্রস্তুতি নেওয়া হয়।


বিজ্ঞাপন


প্রতিনিধি/এসএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর