সোমবার, ৫ জানুয়ারি, ২০২৬, ঢাকা

হ‌রিনাকুন্ডু‌তে নি‌খোঁজ কৃষ‌কের ঝুলন্ত লাশ উদ্ধার

জেলা প্রতিনিধি, ঝিনাইদহ
প্রকাশিত: ০৪ জানুয়ারি ২০২৬, ০৬:১৩ পিএম

শেয়ার করুন:

হ‌রিনাকুন্ডু‌তে নি‌খোঁজ কৃষ‌কের ঝুলন্ত লাশ উদ্ধার

ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলায় সাইদুর রহমান (৫২) নামে এক ব্যক্তির ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।

রোববার (৪ জানুয়ারি) সকা‌লে তা‌হেরহুদা গ্রা‌মের মা‌ঠে সাইদু‌রের নি‌জের পান বরজের পাশে ক্যানেলের কাছে এক‌টি জামগাছের সঙ্গে দ‌ড়ি‌তে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায় ।


বিজ্ঞাপন


পেশায় কৃষক সাইদুর তা‌হেরহুদা গ্রা‌মের মৃত সাবান আলী জোয়ার্দ্দারের ছেলে।

পারিবারিক সূত্রে জানা গেছে, গত শুক্রবার বিকেলে সাইদুর রহমান বোনের বাড়িতে বেড়াতে যান। শনিবার বিকেলে সেখান থেকে বাড়ির উদ্দেশে রওনা দিলেও তিনি আর বা‌ড়ি ফি‌রে আসেননি। এদিকে দীর্ঘ সময় বাড়িতে না ফেরায় পরিবারের সদস্য ও প্রতিবেশীরা তা‌কে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন। খোঁজাখুঁজির একপর্যায়ে রোববার সকা‌লে তা‌হেরহুদা গ্রা‌মের মা‌ঠে সাইদু‌রের নি‌জের পান বরজের পাশে ক্যানেলের কাছে এক‌টি জামগাছের সঙ্গে দ‌ড়ি‌তে ঝুলন্ত অবস্থায় তার লাশ দেখতে পান স্থানীয়রা। খবর পেয়ে হরিণাকুণ্ডু থানা পুলিশ ঘটনাস্থল থেকে লাশ‌টি বেলা সা‌ড়ে ১২টার দি‌কে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ‌ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠায়।

আরও পড়ুন

গাইবান্ধায় পুকুরে ডুবে প্রাণ গেল যুবকের

অপর‌দি‌কে ঘটনার সত্যতা নিশ্চিত করে হরিণাকুণ্ডু থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. গোলাম কিবরিয়া জানি‌য়ে‌ছেন, খবর পাওয়ার পরপরই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তি‌নি আরও বলেন, বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করে দেখা হচ্ছে। ময়নাতদন্তের রিপোর্ট এলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। এই ব্যাপারে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান র‌য়ে‌ছে।


বিজ্ঞাপন


প্রতিনিধি/এসএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর