গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় পুকুরে ডুবে সৌমিক সরকার (২০) নামের এক মানসিক প্রতিবন্ধীর মৃত্যু হয়েছে।
রোববার (৪ জানুয়ার) সকালের দিকে উপজেলার রসুলপুর ইউনিয়নের তরফ ফাজিল (সরকার বাড়ি) গ্রামে এ ঘটনা ঘটে।
বিজ্ঞাপন
নিহত সৌমিক সরকার ওই গ্রামের ইসতিয়াক সরকারের ছেলে।
আরও পড়ুন
স্বজনদের বরাত দিয়ে রসুলপুর ইউপির ১ নম্বর ওয়ার্ড সদস্য জহুরুল ইসলাম বলেন, সৌমিক সরকার একজন মানসিক প্রতিবন্ধী যুবক। সে সকালের দিকে বাড়ি থেকে বের হলে হঠাৎ পাশের পুকুরের পানিতে পড়ে যায়। সাঁতার না জানায় এখানে হাবুডুবু খেয়ে মারা যায়।
এ বিষয়ে সাদুল্লাপুর থানার উপপুলিশ পরিদর্শক (এসআই) রিপন মিয়া বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে যাওয়া হয়। মৃত্যু সৌমিক সরকারের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় স্থানীয় জনপ্রতিনিধিদের মাধ্যমে লাশটি স্বজনদের দেওয়া হয়।
বিজ্ঞাপন
প্রতিনিধি/এসএস

