সোমবার, ৫ জানুয়ারি, ২০২৬, ঢাকা

যশোরে শ্রমজীবী মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ

জেলা প্রতিনিধি, যশোর
প্রকাশিত: ০৪ জানুয়ারি ২০২৬, ০২:৫৮ পিএম

শেয়ার করুন:

যশোরে শ্রমজীবী মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ

শীতল বাতাসে মোড়া যশোরের টাউন হল ময়দান। কনকনে ঠান্ডার ভেতর সেখানে জড়ো হয়েছিলেন শত শত শ্রমজীবী মানুষ। কিন্তু এদিনের শীত শুধু প্রকৃতির ছিল না-শীত ছিল হৃদয়েরও। দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী, আপোষহীন নেত্রী ও বিএনপি সাবেক চেয়ারপার্সন মরহুমা বেগম খালেদা জিয়ার বিদায়ে শোকস্তব্ধ পুরো জাতি। সেই শোক আর ভালোবাসার বহিঃপ্রকাশ হিসেবেই যশোরে শ্রমজীবী মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে জেলা স্বেচ্ছাসেবক দল।

রোববার (৪ জানুয়ারি) সকালে আয়োজিত এ মানবিক কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শ্রমজীবী মানুষের গায়ে শীতের উষ্ণতা জড়িয়ে দেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক (খুলনা বিভাগ) ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর-৩ (সদর) আসনে ধানের শীষের মনোনীত প্রার্থী অনিন্দ্য ইসলাম অমিত।


বিজ্ঞাপন


IMG-20260104-WA0013

সংক্ষিপ্ত কিন্তু আবেগঘন বক্তব্যে অনিন্দ্য ইসলাম অমিত বলেন, আজ শুধু বিএনপি নয়, সারা বাংলাদেশ কাঁদছে। গণতন্ত্রের মাতাকে হারিয়ে পুরো দেশ শোকস্তব্ধ। বেগম খালেদা জিয়া কোনো একটি দলের নেত্রী ছিলেন না, তিনি ছিলেন এ দেশের গণতন্ত্রের প্রতীক, আপোষহীন নেতৃত্বের অনন্য নাম।

তিনি আরও বলেন, যশোরের স্কুল-কলেজ, মাদরাসা, হাসপাতাল, মসজিদ-মন্দির, শ্মশান, রাস্তা-ঘাট আর ঘরে ঘরে বিদ্যুতের আলো—এসব উন্নয়নের জন্য আপনারা আমার প্রয়াত বাবা তরিকুল ইসলামকে স্মরণ করেন। কিন্তু এই উন্নয়নের পেছনে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার অবদান অনস্বীকার্য।

আরও পড়ুন

সিরাজগঞ্জে কনকনে শীত, বৃষ্টির মতো ঝরছে কুয়াশা

এরপর বাঙালি জাতির মহান অভিভাবক বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। শীতের সকালে হাত তুলে মানুষ প্রার্থনা করেছেন-দেশের এই নেত্রীর জন্য শান্তি ও জান্নাত কামনায়। দোয়া পরিচালনা করেন দড়াটানা জামে মসজিদের ইমাম ও খতিব মুফতি আমানুল্লাহ কাসেমী।

দোয়া শেষে অনিন্দ্য ইসলাম অমিত নিজ হাতে শ্রমজীবী মানুষের গায়ে কম্বল জড়িয়ে দেন। চোখে-মুখে কৃতজ্ঞতার ছাপ নিয়ে সেই উষ্ণতা গ্রহণ করেন খেটে খাওয়া মানুষগুলো। এদিন শহরের প্রায় দেড় হাজার শ্রমজীবী মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।

IMG-20260104-WA0018

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোস্তফা আমির ফয়সাল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক প্রকৌশলী রবিউল ইসলাম, সাবেক সহসভাপতি গোলাম রেজা দুলু, সাবেক সম্পাদকমণ্ডলীর সদস্য অ্যাডভোকেট হাজী আনিছুর রহমান মুকুল, নগর বিএনপির সাধারণ সম্পাদক এহসানুল হক সেতু, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আঞ্জুরুল হক খোকন, জেলা যুবদলের সদস্য সচিব আনসারুল হক রানা, জেলা শ্রমিক দলের ভারপ্রাপ্ত সভাপতি আবু জাফর, সাধারণ সম্পাদক মোহাম্মদ সাহাবুদ্দিনসহ জেলা ও নগরের বিভিন্ন পর্যায়ের নেতারা। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব রাজিদুর রহমান সাগর।

প্রতিনিধি/এসএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর