সোমবার, ৫ জানুয়ারি, ২০২৬, ঢাকা

সিরাজগঞ্জে কনকনে শীত, বৃষ্টির মতো ঝরছে কুয়াশা

জেলা প্রতিনিধি, সিরাজগঞ্জ
প্রকাশিত: ০৪ জানুয়ারি ২০২৬, ১১:৫০ এএম

শেয়ার করুন:

সিরাজগঞ্জে কনকনে শীত, বৃষ্টির মতো ঝরছে কুয়াশা
বৃষ্টির মতো ঝরছে কুয়াশা

বৃষ্টির মতো কুয়াশা আর ঠান্ডা বাতাসের সঙ্গে কনকনে শীতে বিপর্যন্ত হয়ে পড়েছে যমুনাপাড়ের জেলা সিরাজগঞ্জ। সকাল থেকেই জেলার রাস্তা ঘাটের চারপাশ ঢেকে আছে ঘন কুয়াশায়। সেই সঙ্গে বাড়ছে শীতের তীব্রতা। ফলে চরম ভোগান্তিতে পড়েছেন জেলার সাধারণ মানুষ। বিশেষ করে খেটে-খাওয়া দিনমজুর ও নিম্নআয়ের শ্রমজীবীরা সবচেয়ে বেশি দুর্ভোগে রয়েছেন।

রোববার (৪ জানুয়ারি) সকালে সিরাজগঞ্জে তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৯.৬ ডিগ্রি সেলসিয়াস।


বিজ্ঞাপন


যমুনা পাড়ের এ জেলায় দিন দিন শীতের প্রকোপ ভয়াবহ রূপ নিচ্ছে। তাপমাত্রা কমে যাওয়ায় জেলাজুড়ে কনকনে শীত বিরাজ করছে। সকালে অনেকেই কাজে যেতে পারছেন না। শীত নিবারণের জন্য বিভিন্ন স্থানে মানুষকে খড়কুটো জ্বালিয়ে আগুন পোহাতে দেখা গেছে।

রিকশাচালক সয়াধানগড়ার সুজাবত আলী বলেন, বৃষ্টির মতো কুয়াশা পড়ছে। একারণে হাত-পা ঠান্ডা হয়ে যাচ্ছে। রাস্তায় তেমন কোনো মানুষ দেখা যাচ্ছে না। এতে কাজ নেই। তারপরে সংসার চালাতে ঠান্ডার মধ্যেই রিকশা নিয়ে বের হয়েছি। প্রশাসন থেকেও শীতবস্ত্র পাইনি।

ইট ভাটার নারী শ্রমিক ছকিনা বেওয়া (৬৫) বলেন, কুয়াশার সঙ্গে প্রচণ্ড ঠান্ডা। এই ঠান্ডার মধ্যে ইটের সাজিয়ে রাখার কাজ করছি। শীতে শরীর জমে যাচ্ছে। তারপরে কাজ করতে হয়। কাজ না করতে খাবো কি।

বাঘাবাড়ী আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মোস্তফা কামাল বলেন, জেলাজুড়ে বৃষ্টির মতো কুয়াশার সঙ্গে হিমেল হাওয়াও বইছে। যে কারণে শীতের তীব্রতা বেশি। সকালে তাপমাত্রা ৯.৬ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। আগামী কয়েক দিন তাপমাত্রা প্রায় একই রকম থাকতে পারে। উত্তরের হিমেল হাওয়ায় অতিরিক্ত আর্দ্রতার কারণে শীতের প্রকোপ আরও বেশি অনুভূত হচ্ছে বলে তিনি জানিয়েছেন।


বিজ্ঞাপন


সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. আকিকুন নাহার বলেন, টানা কুয়াশার সঙ্গে কনকনে ঠান্ডায় শিশু ও বয়স্ক মানুষ নিউমোনিয়া, ডায়রিয়া ও জ্বরসহ ঠান্ডাজনিত বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হচ্ছেন। প্রতিদিনই রোগীর সংখ্যা বাড়ছে। শীত মৌসুমে শিশু ও বৃদ্ধদের সতর্কতার সঙ্গে পরিচর্যার পরামর্শ দেন তিনি।

প্রতিনিধি/টিবি

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর