সোমবার, ৫ জানুয়ারি, ২০২৬, ঢাকা

খুলনার ৬টি আসনে ১১ প্রার্থীর মনোনয়নপত্র বাতিল, বৈধ ৩৫

জেলা প্রতিনিধি, খুলনা
প্রকাশিত: ০৪ জানুয়ারি ২০২৬, ০১:০৩ পিএম

শেয়ার করুন:

খুলনার ৬টি আসনে ১১ প্রার্থীর মনোনয়নপত্র বাতিল, বৈধ ৩৫

খুলনার ৬টি সংসদীয় আসনে বিএনপি-জামায়াতসহ ৪৬ জন প্রার্থীর দাখিল করা মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ে ১১ জন প্রার্থীর মনোনয়ন বাতিল করা হয়েছে।

বুধবার (৩১ ডিসেম্বর) থেকে রোববার (৪ জানুয়ারি) খুলনা জেলা আঞ্চলিক রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসকের কার্যালয়ে চার দিনের যাচাই-বাছাইয়ে এসব মনোনয়নপত্র বাতিল করা হয়।


বিজ্ঞাপন


জেলা আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার কার্যালয় ও জেলা প্রশাসকের কার্যালয় সূত্রে জানা যায়, খুলনার ছয়টি আসনে বিভিন্ন রাজনৈতিক দল ও স্বতন্ত্র মোট ৪৬ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেন। যাচাই-বাছাই শেষে বিভিন্ন ত্রুটি ও শর্ত পূরণ না করায় ১১ জন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়।

আরও পড়ুন

ফেনী-২ আসনে ৫ প্রার্থীর মনোনয়ন বাতিল

খুলনা-১ (দাকোপ-বটিয়াঘাটা) আসনে ১৩ প্রার্থীর মধ্যে বিভিন্ন ত্রুটির কারণে ৩ প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়। তারা হলেন-গণঅধিকার পরিষদের প্রার্থী জিএম রোকনুজ্জামান, স্বতন্ত্র প্রার্থী গোবিন্দ হালদার এবং স্বতন্ত্র প্রার্থী অচিন্ত্য কুমার মণ্ডল।

খুলনা-২ (সদর) আসনে মোট চার প্রার্থীর মধ্যে সবার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছে রিটার্নিং কর্মকর্তা।


বিজ্ঞাপন


খুলনা-৩ (খালিশপুর) আসনে ১২ প্রার্থীর মধ্যে  বিভিন্ন কারণে ৩ জন প্রার্থীর মনোনয়ন বাতিল করা হয়। তারা হচ্ছেন- স্বতন্ত্র প্রার্থী এসএম আরিফুর রহমান মিঠু, আব্দুর রউফ মোল্ল্যা ও মো. আবুল হাসনাত সিদ্দিক। বাকি ৯ জনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়।

খুলনা-৪ (রুপসা,তেরখাদা,দিঘলিয়ার কিছু অংশ) আসনে ৫ প্রার্থীর মধ্যে বিভিন্ন ত্রুটির কারণে এক প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়। বাতিল হওয়া প্রার্থী হলেন স্বতন্ত্র প্রার্থী এস এম আজমল হোসেন।

খুলনা-৫ (ডুমুরিয়া-ফুলতলা) আসনে মোট ৬ প্রার্থীর মধ্যে ২ প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। তারা হলেন-জাতীয় পার্টির শামিম আরা পারভীন (ইয়াসমীন) এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের শেখ মুজিবুর রহমান।

খুলনা-৬ (পাইকগাছা-কয়রা) আসনটিতে মোট ৬ জন প্রার্থীর মধ্যে ২ জনের মনোনয়নপত্র বাতিল করা হয়। তারা হলেন- স্বতন্ত্র প্রার্থী মো. আছাদুল বিশ্বাস ও জাতীয় পার্টির মো. মোস্তফা কামাল জাহাঙ্গীর।

প্রতিনিধি/এসএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর