সোমবার, ৫ জানুয়ারি, ২০২৬, ঢাকা

ফেনী-২ আসনে ৫ প্রার্থীর মনোনয়ন বাতিল

জেলা প্রতিনিধি, ফেনী
প্রকাশিত: ০৪ জানুয়ারি ২০২৬, ১২:৪৮ পিএম

শেয়ার করুন:

ফেনী-২ আসনে ৫ প্রার্থীর মনোনয়ন বাতিল
ফেনী-২ আসনে মনোনয়নপত্র যাচাই-বাছাই সম্পন্ন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ফেনী-২ আসনের দাখিল করা মনোনয়নপত্র যাচাই-বাছাই সম্পন্ন হয়েছে।

রোববার (৪ জানুয়ারি) বেলা ১১টার দিকে ফেনী জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মনিরা হকের নেতৃত্বে যাচাই বাছাই কার্যক্রম সম্পন্ন হয়। এতে ১৪ জন প্রার্থীর মধ্যে ৯ জনের মনোনয়নপত্র বৈধ ও ৫ জনের মনোনয়নপত্র বাতিল করা হয়।


বিজ্ঞাপন


মনোনয়নপত্র বাতিল হওয়া প্রার্থীদের মধ্যে হলফনামায় স্বাক্ষর না দেওয়ায় ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশের প্রার্থী তাহেরুল ইসলাম, বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী মোহাম্মদ হারুনুর রশিদ ভূইয়ার ট্যাক্স রিটার্ন জমার প্রমাণক না থাকা এবং ১% ভোটারের স্বাক্ষর না থাকায় স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ ইয়াকুব নবী ভূঁইয়া, মো. ইসমাইল এবং এসএম হুমায়ুন কবির পাটোয়ারীর মনোনয়নপত্র বাতিল করা হয়।

মনোনয়ন পত্র বৈধ প্রার্থীদের মধ্যে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা অধ্যাপক জয়নাল আবদিন ভিপি, ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মো. একরামুল হক ভূঁইয়া, আমার বাংলাদেশ পার্টির চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু,  জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডির শামসুদ্দিন মজুমদার, খেলাফত মজলিসের মোস্তাফিজুর রহমান, বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (মার্কসবাদী) বাসদ জসীমউদ্দীন, গণধিকার পরিষদের চেয়ারম্যান মো. তারিকুল ইসলাম ভূঁইয়া, বাংলাদেশ খেলাফত আন্দোলনের মো. আবুল হোসেন, আমজনতার দলের প্রার্থী সাইফুল করিম মজুমদারের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়।


বিজ্ঞাপন


ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ফেনী জেলার রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মনিরা হক বলেন, ফেনী ২ আসনের মনোনয়ন পত্র যাচাই-বাছাই শেষে ১৪ জন প্রার্থীর মধ্যে ৫ প্রার্থীর মনোনয়নপত্র বাতিল ও ৯ জন প্রার্থীর মনোনয়ন পত্র বৈধ ঘোষণা করা হয়েছে।

প্রতিনিধি/টিবি

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর