সোমবার, ৫ জানুয়ারি, ২০২৬, ঢাকা

ফেনী-১ আসনে খালেদা জিয়ার মনোনয়ন স্থগিত, মনোনয়নপত্র বাতিল ৩ জনের

জেলা প্রতিনিধি, ফেনী
প্রকাশিত: ০৪ জানুয়ারি ২০২৬, ১২:১১ পিএম

শেয়ার করুন:

ফেনী-১ আসনে খালেদা জিয়ার মনোনয়ন স্থগিত, মনোনয়ন পত্র বাতিল ৩ জনের

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ফেনী-১ (ফুলগাজী, পরশুরাম ও ছাগলনাইয়া) আসনে মনোনয়নপত্র যাচাই বাছাই কার্যক্রম সম্পন্ন হয়েছে।

রোববার (৪ জানুয়ারি) সকাল ৯টায় জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মনিরা হকের নেতৃত্বে এ যাচাই বাছাই কার্যক্রম সম্পন্ন করা হয়েছে।


বিজ্ঞাপন


যাচাই-বাছাই শেষে মনোনয়নপত্র জমাকারী ১০ জন সংসদ সদস্য প্রার্থীর মধ্যে সদ্য প্রয়াত বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মনোনয়ন স্থগিত করা হয়েছে। এছাড়াও বাংলাদেশ খেলাফত মজলিস (আল্লামা মমিনুল হক) প্রার্থী মোহাম্মদ নাজমুল আলম আয়কর কপি দাখিল না করায়, বাংলাদেশ কংগ্রেস প্রার্থী মো. ফিরোজ উদ্দিন চৌধুরী ভূমি উন্নয়ন কর না দেওয়ায় এবং স্বতন্ত্র প্রার্থী নিজাম উদ্দিন ভূঁইয়ার ১% স্বাক্ষর কম থাকায় মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।

বাকি মনোনয়নপত্র বৈধ হওয়া প্রার্থীরা হলেন— খালেদা জিয়ার বিকল্প ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহবায়ক রফিকুল আলম মজনু, বাংলাদেশ জামায়াতে ইসলামীর এস এম কামাল উদ্দিন, ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রার্থী কাজী গোলাম কিবরিয়া, বাংলাদেশ মুসলিম লীগ প্রার্থী মাহবুব মোর্শেদ মজুমদার, বাংলাদেশ খেলাফত আন্দোলন প্রার্থী আনোয়ার উল্লাহ ভূঞা ও জাতীয় পার্টির প্রার্থী মোতায়ের হোসেন চৌধুরী।

 


বিজ্ঞাপন


জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মনিরা হক বলেন, ফেনী-১ আসনে ১০ জন প্রার্থী তাদের মনোনয়ন পত্র দাখিল করেছেন। তার মধ্যে যাচাই-বাছাই শেষে ১ জনের স্থগিত, ৩ জনের বাতিল এবং ৬ জনের মনোনয়ন পত্র বৈধ ঘোষণা করা হয়েছে।

প্রতিনিধি/টিবি

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর