সোমবার, ৫ জানুয়ারি, ২০২৬, ঢাকা

শরীয়তপুর–চাঁদপুর নৌ-রুটে ফেরি চলাচল স্বাভাবিক

জেলা প্রতিনিধি, শরীয়তপুর
প্রকাশিত: ০৪ জানুয়ারি ২০২৬, ১০:২৫ এএম

শেয়ার করুন:

শরীয়তপুর–চাঁদপুর নৌ-রুটে ফেরি চলাচল স্বাভাবিক
ফেরি চলাচল স্বাভাবিক

ঘন কুয়াশার কারণে সাময়িক বন্ধ থাকার পর শরীয়তপুর–চাঁদপুর নৌ-রুটে ফেরি চলাচল পুণরায় শুরু হয়েছে।

কুয়াশা কেটে যাওয়ায় রোববার (৪ জানুয়ারি) সকাল পৌনে ১০টা থেকে এই রুটে ফেরি চলাচল স্বাভাবিক করে দেয় বিআইডব্লিউটিসি ঘাট কর্তৃপক্ষ।


বিজ্ঞাপন


এর আগে শনিবার দিবাগত (৩ জানুয়ারি) রাত সাড়ে ১১টা থেকে ঘন কুয়াশার কারণে নিরাপত্তাজনিত ঝুঁকি এড়াতে এই নৌ-রুটে ফেরি চলাচল বন্ধ রাখা হয়। এতে দুই পাড়ে যাত্রী ও যানবাহনের চাপ তৈরি হয়।

বিআইডব্লিউটিসি নরসিংহপুর ফেরিঘাটের উপ-ব্যবস্থাপক মো. ইকবাল হোসেন ঢাকা মেইলকে জানান, শনিবার রাতে হঠাৎ করে কুয়াশার ঘনত্ব বেড়ে যাওয়ায় দুর্ঘটনার আশঙ্কা তৈরি হয়। যাত্রী ও যানবাহনের নিরাপত্তা বিবেচনায় তখন ফেরি চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়। পরে রোববার সকালে কুয়াশা কেটে গেলে পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় সকাল পৌনে ১০টা থেকে ফেরি চলাচল পুনরায় চালু করা হয়।


বিজ্ঞাপন


বর্তমানে শরীয়তপুর–চাঁদপুর নৌ-রুটে ছোট-বড় মিলিয়ে মোট ছয়টি ফেরি নিয়মিতভাবে চলাচল করছে। ফেরি চলাচল স্বাভাবিক হওয়ায় স্বস্তি ফিরেছে যাত্রী ও যানবাহন চালকদের মধ্যে।

প্রতিনিধি/টিবি

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর