সোমবার, ৫ জানুয়ারি, ২০২৬, ঢাকা

ঘন কুয়াশায় বন্ধ শরীয়তপুর-চাঁদপুরের ফেরি চলাচল

জেলা প্রতিনিধি, শরীয়তপুর
প্রকাশিত: ০৪ জানুয়ারি ২০২৬, ০১:৩৩ এএম

শেয়ার করুন:

ঘন কুয়াশায় দৌলতদিয়া-পাটুরিয়ায় ফেরি চলাচল বন্ধ

শরীয়তপুর–চাঁদপুর নৌরুটে ঘন কুয়াশার কারণে সাময়িকভাবে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে। নদীপথে দুর্ঘটনার ঝুঁকি এড়াতে শনিবার (৩ জানুয়ারি) দিবাগত রাত সাড়ে ১১টা থেকে এ সিদ্ধান্ত কার্যকর করে বিআইডব্লিউটিসি ঘাট কর্তৃপক্ষ।

বিআইডব্লিউটিসি সূত্রে জানা যায়, শনিবার রাত বাড়ার সঙ্গে সঙ্গে নদী ও আশপাশের এলাকাজুড়ে প্রচণ্ড কুয়াশা ছড়িয়ে পড়ে। সময়ের সঙ্গে কুয়াশার ঘনত্ব আরও বেড়ে গেলে দৃশ্যমানতা মারাত্মকভাবে কমে যায়। এতে নৌযান চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে পড়ায় মধ্যরাত থেকে শরীয়তপুর–চাঁদপুর নৌরুটে ফেরি চলাচল সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়।


বিজ্ঞাপন


1000301794

এ বিষয়ে বিআইডব্লিউটিসি নরসিংহপুর ফেরিঘাটের উপ-ব্যবস্থাপক মো. ইকবাল হোসেন ঢাকা মেইলকে বলেন, ‘ঘন কুয়াশার কারণে নদীপথে নিরাপদ চলাচল সম্ভব হচ্ছিল না। যাত্রী ও যানবাহনের নিরাপত্তার স্বার্থে সাময়িকভাবে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে। তবে কোনো ফেরি নদীতে আটকা পড়েনি।’

তিনি আরও জানান, কুয়াশা কেটে গিয়ে পরিস্থিতি স্বাভাবিক হলেই ফেরি চলাচল পুনরায় চালু করা হবে।

ফেরি চলাচল বন্ধ থাকায় এ রুটে চলাচলকারী যাত্রী ও যানবাহনের কিছুটা ভোগান্তি সৃষ্টি হলেও, সম্ভাব্য দুর্ঘটনা এড়াতে কর্তৃপক্ষের এই সিদ্ধান্তকে ইতিবাচক বলে মনে করছেন সংশ্লিষ্টরা।


বিজ্ঞাপন


 

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর