সোমবার, ৫ জানুয়ারি, ২০২৬, ঢাকা

গাজীপুরে ৫টি আসনে ১৯ জনের মনোনয়নপত্র বাতিল

জেলা প্রতিনিধি, গাজীপুর
প্রকাশিত: ০৩ জানুয়ারি ২০২৬, ০৯:২৪ পিএম

শেয়ার করুন:

গাজীপুরে ৩টি আসনে ১৯ জনের মনোনয়নপত্র বাতিল

জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের শেষ দিন গাজীপুরের ৫টি সংসদীয় আসনে মোট ১৯ জন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।

শনিবার (৩ জানুয়ারি) বিকেল পর্যন্ত গাজীপুর জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার, মোহাম্মদ আলম হোসেন জেলা প্রশাসক কার্যালয়ের ভাওয়াল সম্মেলন কক্ষে অনুষ্ঠিত যাচাই-বাছাই শেষে এসব সিদ্ধান্তের কথা জানান।


বিজ্ঞাপন


জেলা রিটার্নিং অফিস সূত্রে জানা গেছে, মনোনয়নপত্র যাচাই বাছাই শেষে গাজীপুর-২ আসনে সর্বাধিক আটজন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল হয়। এক শতাংশ ভোটারের বৈধ সমর্থন না থাকায় মো. আতিকুল ইসলাম, খন্দকার রুহুল আমিন, জিত বড়ুয়া ও তাপসী তন্ময় চৌধুরীর মনোনয়নপত্র বাতিল করা হয়। নির্ধারিত ফলকনামায় তথ্য সঠিকভাবে উল্লেখ না করায় গণঅধিকার পরিষদের মাহফুজুর রহমান খানের মনোনয়নপত্র বাতিল হয়েছে। এছাড়া যথাযথ হলফনামা দাখিল না করায় জাতীয় পার্টির ইসরাফিল মিয়ার মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়। হলফনামা ও অঙ্গীকারনামায় স্বাক্ষরের ঘাটতির কারণে শরিফুল ইসলামের মনোনয়নপত্র বাতিল হয় এবং হলফনামা সঠিকভাবে দাখিল না করায় স্বতন্ত্র প্রার্থী সালাউদ্দিন সরকারের মনোনয়নপত্র বাতিল বলে গণ্য করা হয়।

আরও পড়ুন

দিনাজপুর-৩ আসনে ১ জনের বাতিল, খালেদা জিয়ার মনোনয়ন কার্যক্রম স্থগিত

গাজীপুর-১ আসনে যাচাই-বাছাইয়ে দুইজন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়। যথাযথভাবে প্রয়োজনীয় কাগজপত্র দাখিল না করায় জাতীয় পার্টির শফিকুল ইসলাম ও গণফ্রন্টের মো. আতিকুল ইসলামের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়।

গাজীপুর-৩ (শ্রীপুর) আসনে তিনজন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। কাগজপত্রে ত্রুটি ও নির্বাচন কমিশনের নির্ধারিত শর্ত পূরণে ব্যর্থ হওয়ায় যাচাই-বাছাই শেষে এসব মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়।


বিজ্ঞাপন


গাজীপুর-৪ আসনে চারটি মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে বাতিল করা হয়েছে। আয়কর বকেয়া ও এক শতাংশ ভোটার তালিকা না দেওয়ার কারণে স্বতন্ত্র প্রার্থী আবুল হাশেম ও মো. শফিউল্লাহর এবং হলফনামা যথাযথ না থাকায় ইসলামী আন্দোলন বাংলাদেশের কাজিম উদ্দিন মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়। এছাড়া অঙ্গীকার নামায় স্বাক্ষর না থাকায় এবি পার্টির জাকির হোসেন বাদ পড়েন।

thumbnail_Screenshot_20260103_200423_Editor_Lite

গাজীপুর-৫ আসনে দুইজন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। নির্বাচনের ব্যয়েরতথ্য না থাকায় জাতীয় পার্টির শফিক উদ্দিন সরকারের ও প্রস্তাবক না থাকায় বাংলাদেশ খেলাফত মজলিসের রুহুল আমিনের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।

সব মিলিয়ে গাজীপুরে ৫টি সংসদীয় আসনে ৫৩ জন প্রার্থীর মধ্যে ১৯ জনের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়েছে। ফলে বর্তমানে ৩৪ জন প্রার্থী বৈধভাবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

প্রসঙ্গত, রিটার্নিং কর্মকর্তার যাচাই-বাছাইয়ের এই সিদ্ধান্তের বিরুদ্ধে সংক্ষুব্ধ প্রার্থীরা ৫ জানুয়ারি থেকে ৯ জানুয়ারি পর্যন্ত আপিল করতে পারবেন। ১০ জানুয়ারি থেকে ১৮ জানুয়ারি পর্যন্ত আপিল নিষ্পত্তি করা হবে। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২০ জানুয়ারি। রিটার্নিং কর্মকর্তা চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করে প্রতীক বরাদ্দ করবেন ২১ জানুয়ারি। নির্বাচনি প্রচারণা শুরু হবে ২২ জানুয়ারি। প্রচার চালানো যাবে ১০ ফেব্রুয়ারি সকাল সাড়ে সাতটা পর্যন্ত। আর ভোট গ্রহণ হবে ১২ ফেব্রুয়ারি।

প্রতিনিধি/এসএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর