সোমবার, ৫ জানুয়ারি, ২০২৬, ঢাকা

দিনাজপুর-৩ আসনে ১ জনের বাতিল, খালেদা জিয়ার মনোনয়ন কার্যক্রম স্থগিত

জেলা প্রতিনিধি, দিনাজপুর
প্রকাশিত: ০৩ জানুয়ারি ২০২৬, ০৮:৪০ পিএম

শেয়ার করুন:

দিনাজপুর-৩ আসনে ১ জনের বাতিল, খালেদা জিয়ার মনোনয়ন কার্যক্রম স্থগিত

দিনাজপুরের দুটি সংসদীয় আসনে মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে একটি মনোনয়নপত্র বাতিল এবং একটি মনোনয়নপত্র স্থগিত ঘোষণা করা হয়েছে।

শনিবার (৩ জানুয়ারি) যাচাই-বাছাইয়ের দ্বিতীয় দিনে জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মো. রফিকুল ইসলাম দিনাজপুর-৩ (সদর) আসনে বাংলাদেশ কমিউনিস্ট পার্টির প্রার্থী অমৃত কুমার রায়ের মনোনয়নপত্র বাতিল করেন। দলীয় প্রধানের স্বাক্ষর না থাকায় তার মনোনয়নপত্র বাতিল করা হয়।


বিজ্ঞাপন


এছাড়া একই আসনে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দাখিল করা মনোনয়নপত্রটি তার মৃত্যুজনিত কারণে আইনি কার্যক্রম স্থগিত ঘোষণা করা হয়েছে।

শনিবার বিকেল সাড়ে ৪টায় দিনাজপুর জেলা সিনিয়র নির্বাচন কর্মকর্তা মো. জিলহাজ্ব উদ্দিন এসব তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, এর আগে শুক্রবার দিনাজপুর-১ (বীরগঞ্জ-কাহারোল) আসনে স্বতন্ত্র প্রার্থী মো. মনজুরুল হক চৌধুরীর মনোনয়নপত্রও বাতিল করা হয়।

আরও পড়ুন

খালেদা জিয়া মৃত্যুর কাছাকাছি পৌঁছেও অপশক্তির সঙ্গে আপোষ করেননি: বকুল

তিনি আরও জানান, দিনাজপুর সদর-৩ আসনসহ মোট চারটি আসনে মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে দুটি মনোনয়নপত্র বাতিল হয়েছে। বাতিল হওয়া প্রার্থীরা হলেন— বাংলাদেশ কমিউনিস্ট পার্টির অমৃত কুমার রায় এবং দিনাজপুর-১ আসনের স্বতন্ত্র প্রার্থী মো. মনজুরুল হক চৌধুরী।

শনিবার সকালে দিনাজপুর-৩ (সদর) আসনের ১০ জন এবং দিনাজপুর-৪ (চিরিরবন্দর-খানসামা) আসনের চারজন প্রার্থীর মনোনয়নপত্র যাচাই-বাছাই করা হয়। যাচাই শেষে দিনাজপুর সদর আসনে বিএনপির জাহাঙ্গীর আলম, জাতীয় পার্টির আহমেদ শফি রুবেল, বাংলাদেশ জামায়াতে ইসলামীর অ্যাডভোকেট মাইনুল আলমসহ মোট আটজন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়।

অন্যদিকে, দিনাজপুর-৪ (চিরিরবন্দর-খানসামা) আসনে দাখিল করা চারটি মনোনয়নপত্রই বৈধ ঘোষণা করা হয়েছে। বৈধ প্রার্থীরা হলেন— বিএনপির মো. আক্তারুজ্জামান মিয়া, জামায়াতে ইসলামীর মো. আফতাব উদ্দীন মোল্লা, জাতীয় পার্টির মো. নুরুল আমিন শাহ এবং ইসলামী আন্দোলনের মো. আনোয়ার হোসাইন।

প্রতিনিধি/এসএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর