বিএনপির কেন্দ্রীয় ছাত্র বিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুল বলেছেন, বেগম খালেদা জিয়া ১৭ বছর ধরে নিরবচ্ছিন্ন লড়াই করেছেন। অসুস্থ অবস্থায় মৃত্যুর কাছাকাছি পৌঁছেও কখনো কোনো অপশক্তির সঙ্গে আপোষ করেননি। তিনি কেবল একটি দলের নেতা হিসেবে নয়, বরং সাধারণ মানুষের অধিকার আদায়ের কাণ্ডারি হিসেবে জনগণের হৃদয়ে স্থান করে নিয়েছেন।
শনিবার (৩ ডিসেম্বর) বিকেলে বিএনপি চেয়ারপারসন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় ৯ নং ওয়ার্ড বিএনপি মদিনাবাগ ইউনিটের উদ্যোগে দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
বিজ্ঞাপন
এরশাদ বিরোধী আন্দোলনের কথা স্মরণ করিয়ে দিয়ে তিনি বলেন, নেত্রী সেদিন হুঁশিয়ারি দিয়েছিলেন যারা নির্বাচনে যাবে তারা জাতীয় বেইমান হিসেবে গণ্য হবে। বাংলার মানুষ সেদিন দেখেছে কারা বেইমানি করেছিল আর কারা জনগণের পক্ষে অটল থেকে লড়াই করে গিয়েছে।
বক্তব্যে বকুল আরও উল্লেখ করেন যে, ভোট মানুষের এক মূল্যবান সম্পদ। এই ভোটাধিকার রক্ষার লড়াইয়ে অসংখ্য নেতাকর্মী ঘরবাড়ি হারিয়েছেন, পঙ্গুত্ব বরণ করেছেন এবং জেল জুলুম সহ্য করেছেন। এমনকি ষড়যন্ত্রমূলকভাবে নেতাকর্মীদের হত্যা করা হয়েছে যাতে জনগণের অধিকার প্রতিষ্ঠা না হয়। তিনি সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে বলেন, আগামী নির্বাচন পর্যন্ত সবাইকে সুশৃঙ্খলভাবে দায়িত্ব পালন করতে হবে যাতে এবার দেশের মানুষ নিশ্চিন্তে ও নিরপেক্ষভাবে তাদের ভোট দিতে পারে।
রকিবুল ইসলাম বকুল বলেন, তিনি দীর্ঘদিন ধরে এই এলাকার উন্নয়নের জন্য কাজ করে যাচ্ছেন। নির্বাচনে হার-জিত যাই হোক না কেন, তিনি অতীতে যেমন ছিলেন ভবিষ্যতেও তেমনি জনগণের পাশে থাকবেন। তিনি সবার মাঝে এলাকার সন্তান ‘বকুল’ হয়েই বেঁচে থাকতে চান।
বিজ্ঞাপন
দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক শেখ সাদী, সাবেক যুগ্ম আহবায়ক মো. চৌধুরী শফিকুল ইসলাম হোসেন, খালিশপুর থানা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মো. মোহাম্মদ আলী বাবু, সাধারণ সম্পাদক আলহাজ্ব মো. হাবিবুর রহমান বিশ্বাস এবং সাংগঠনিক সম্পাদক আব্দুল কুদ্দুস।
অনুষ্ঠান শেষে বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত এবং দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়।
প্রতিনিধি/এসএস

