শনিবার, ৩ জানুয়ারি, ২০২৬, ঢাকা

খালেদা জিয়ার মতো মহৎ ব্যক্তি এ দুনিয়ায় আর কেউ আসবে না: কনক

জেলা প্রতিনিধি, টাঙ্গাইল
প্রকাশিত: ০২ জানুয়ারি ২০২৬, ১০:০০ পিএম

শেয়ার করুন:

খালেদা জিয়ার মতো মহৎ ব্যক্তি এ দুনিয়ায় আর কেউ আসবে না: কনক
যুক্তরাজ্য শাখা সেচ্ছাসেবক দলের যুগ্ম সাধারণ সম্পাদক মাইনুল আলম খান কনক।

যুক্তরাজ্য শাখা সেচ্ছাসেবক দলের যুগ্ম সাধারণ সম্পাদক মাইনুল আলম খান কনক বলেছেন, বিএনপির চেয়ারপারসন ও সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মাঝে কোনো হিংসা-বিদ্বেষ ছিল না। সেই নেত্রী আজ আমাদের মাঝে নেই। তার মতো মহৎ ব্যক্তি দুনিয়ায় আর আসবে না।

শুক্রবার (২ জানুয়ারি) টাঙ্গাইলের নাগরপুর উপজেলার ছলিমাবাদ ইউনিয়নের ছলিমাবাদ মধ্যপাড়া জামে মসজিদে আয়োজিত মাইনুল আলম খান কনকের ব্যক্তি উদ্যোগে বিএনপির চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় বিশেষ দোয়া ও মিলাদ মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।


বিজ্ঞাপন


thumbnail_1000042021

আরও পড়ুন

বেগম খালেদা জিয়ার মাগফেরাত কামনায় যশোরে দোয়া

তিনি আরও বলেন, আমাদের কষ্টটা বিরল, এই কষ্ট সহ্য করার মতো না। শুধু আমি না, দুনিয়ার কোনো মানুষ সহ্য করতে পারছে না। এই শোক কোনদিনও ভুলে যাওয়া সম্ভব না। মহান আল্লাহ তায়ালা আমাদের নেত্রী বেগম খালেদা জিয়াকে যেন জান্নাতবাসী করে এই প্রার্থনা করছি।

এ সময় ছলিমবাদ ইউনিয়ন নেতৃত্বসহ ছলিমাবাদ গ্রামের কয়েক শতাধিক মুসল্লিরা অংশ নেন।


বিজ্ঞাপন


thumbnail_1000041826

উল্লেখ্য, টাঙ্গাইল— ৬ (নাগরপুর-দেলদুয়ার) আসন থেকে মাইনুল আলম খান কনক বিএনপির মনোনয়ন প্রত্যাশী ছিলেন। তিনি মনোনয়ন ফরম ক্রয় করলেও দলের প্রতি ভালোবাসা এবং আস্থা রেখে তা জমা দেননি বরং বিএনপির মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থীকে সমর্থন জানান।

প্রতিনিধি/এসএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর