শনিবার, ৩ জানুয়ারি, ২০২৬, ঢাকা

বিদ্যালয়ের সামনে ঝুঁকিপূর্ণ গর্ত, ঝুঁকিতে সাধারণ মানুষ-শিক্ষার্থীরা

জেলা প্রতিনিধি, নড়াইল
প্রকাশিত: ০২ জানুয়ারি ২০২৬, ১১:১৩ পিএম

শেয়ার করুন:

Dhakamail
বিদ্যালয়ের সামনে ঝুঁকিপূর্ণ গর্ত, ঝুঁকিতে সাধারণ মানুষ-শিক্ষার্থীরা। ছবি: ঢাকা মেইল

নড়াইলের লোহাগড়া পৌরসভার লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান ফটকের সামনে একটি ঝুঁকিপূর্ণ গর্তের সন্ধান পাওয়া গেছে। যেকোনো সময় সেখানে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

শুক্রবার (২ জানুয়ারি) সরেজমিনে গিয়ে দেখা যায়, গর্তটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ স্থানে অবস্থিত। এটি লোহাগড়া বাজারের মধ্য দিয়ে যাওয়া একটি ড্রেনের শেষ অংশে সৃষ্টি হয়েছে।


বিজ্ঞাপন


জানা গেছে, লোহাগড়া পৌরসভার আওতাধীন লোহাগড়া বাজারের মধ্য দিয়ে একটি ড্রেন নির্মাণকাজ সম্প্রতি শেষ হয়। অভিযোগ রয়েছে, সিডিউলের অন্তর্ভুক্ত নয় এমন কিছু অংশ বাদ রেখেই ঠিকাদার কাজ শেষ করেন। এর ফলে ড্রেনের শেষাংশে বড় একটি গর্তের সৃষ্টি হয়েছে।

গর্তটির পাশেই অবস্থিত শতবর্ষের ঐতিহ্যবাহী লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়, রামনারায়ণ পাবলিক লাইব্রেরি, লোহাগড়া ক্লাব, একটি ধর্মীয় প্রতিষ্ঠান (মন্দির) এবং বাজার এলাকায় রয়েছে কয়েকটি সরকারি ও আধা-সরকারি ব্যাংক। প্রতিদিন বিভিন্ন এলাকা থেকে হাজার হাজার মানুষ এই রাস্তা দিয়ে যাতায়াত করে। উল্লেখিত বিদ্যালয়ে দুই হাজারের বেশি শিক্ষার্থী পড়াশোনা করে। পাশাপাশি মন্দির, লাইব্রেরি, সাংবাদিক ইউনিয়ন ও লোহাগড়া ক্লাবে প্রতিদিন শত শত মানুষ যাতায়াত করেন। গর্তটি থাকায় এসব প্রতিষ্ঠানে যাতায়াতে চরম ভোগান্তি ও ঝুঁকি তৈরি হয়েছে।

লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস এম হায়াতুজ্জামান বলেন, ‘বৃহস্পতিবার সকালে এক শিক্ষার্থী গর্তে পড়ে যায়। তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে বাড়িতে পাঠানো হয়েছে।’


বিজ্ঞাপন


এদিকে লোহাগড়া মন্দির কমিটির সদস্য বিকাশ বিশ্বাস বলেন, ‘দীর্ঘদিন ধরে গর্তটি থাকার কারণে জনদুর্ভোগ সৃষ্টি হচ্ছে। আমরা দ্রুত এর স্থায়ী সমাধান চাই। মন্দির ও বাজারে যাতায়াতে চরম সমস্যা হচ্ছে।’

স্থানীয় ভ্যানচালক জাকির হোসেন বলেন, ‘এই গর্তটা খুবই বিপজ্জনক। দ্রুত ঠিক না করলে ভ্যানগাড়ি নিয়ে উল্টে পড়ে বড় দুর্ঘটনা ঘটতে পারে।’

এ বিষয়ে লোহাগড়া পৌরসভার প্রশাসক ও সহকারী কমিশনার (ভূমি) সাদিয়া সুলতানা বলেন, ‘ঠিকাদার তার সিডিউল অনুযায়ী কাজ সম্পন্ন করেছে। তবে গর্তটির বিষয়টি আমি খোঁজ নিচ্ছি এবং দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

প্রতিনিধি/এমআই

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর