শনিবার, ৩ জানুয়ারি, ২০২৬, ঢাকা

বেগম খালেদা জিয়ার মাগফেরাত কামনায় যশোরে দোয়া

জেলা প্রতিনিধি, যশোর
প্রকাশিত: ০২ জানুয়ারি ২০২৬, ০৯:৩২ পিএম

শেয়ার করুন:

বেগম খালেদা জিয়ার মাগফেরাত কামনায় যশোরে দোয়া
যশোর শহরের দড়াটানা জামে মসজিদে দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন যশোর- ৩ (সদর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী অনিন্দ্য ইসলাম অমিত।

বিএনপি চেয়ারপারসন, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনায় যশোরে মসজিদে মসজিদে দোয়া অনুষ্ঠিত হয়েছে।

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শুক্রবার (২ জানুয়ারি) বাদ জুমা বিএনপির উদ্যোগে প্রতিটি মসজিদে দোয়া মাহফিল হয়।


বিজ্ঞাপন


যশোর শহরের দড়াটানা জামে মসজিদে দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন যশোর- ৩ (সদর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী এবং দলের কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক (খুলনা বিভাগ) অনিন্দ্য ইসলাম অমিত।

আরও পড়ুন

মাদারীপুরে খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া

আরও উপস্থিত ছিলেন- যশোর জেলা বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন, সাংগঠনিক সম্পাদক প্রকৌশলী রবিউল ইসলাম, শহিদুল বারী রবু, সাবেক সহসভাপতি গোলাম রেজা দুলু, যশোর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মিজানুর রহমান খান, সম্পাদক তানভীরুল ইসলাম সোহান, যশোর নগর বিএনপির সভাপতি রফিকুল ইসলাম চৌধুরী মুল্লুক চাঁদ, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আঞ্জারুল হক খোকন এবং ডক্টর অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) যশোর জেলা শাখার নেতা ফারুক এহতেশাম পরাগ।

দোয়া পরিচালনা করেন দড়াটানা জামে মসজিদের ইমাম ও খতিব মুফতি আমানুল্লাহ কাসেমী। যশোর শহর ছাড়াও জেলার সর্বত্রই বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় বাদ জুমা দোয়া অনুষ্ঠিত হয়।


বিজ্ঞাপন


দলমত নির্বিশেষে মুসল্লিরা এসব দোয়ায় অংশ গ্রহণ করেন। আল্লাহ্‌ যেন বেগম খালেদা জিয়াকে বেহেশত নসিব করেন মহান রাব্বুল আলামিনের কাছে এই দোয়া করেন মুসল্লিরা।

প্রতিনিধি/এসএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর