কক্সবাজারের উখিয়া উপজেলার রোহিঙ্গা ক্যাম্প সংলগ্ন পাহাড়ি এলাকা থেকে এক গরু ব্যবসায়ীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার (২ জানুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়নের রোহিঙ্গা ক্যাম্প-৪ এক্সটেনশনের পার্শ্ববর্তী কালামারছড়া দোছড়ি পাহাড়ি এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
বিজ্ঞাপন
নিহত ব্যক্তির নাম মোহাম্মদ হাশেম (২৮)। তিনি রাজাপালং ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের দোছড়ি এলাকার মৃত আলী আহম্মদের ছেলে। পেশায় তিনি একজন গরু ব্যবসায়ী ছিলেন।
স্থানীয়রা জানান, শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে পাহাড়ি এলাকার একটি গাছে ঝুলন্ত অবস্থায় মরদেহটি দেখতে পান তারা। পরে বিষয়টি উখিয়া থানা-পুলিশকে জানানো হলে পুলিশের একটি বিশেষ টিম দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে।
স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, নিহত মোহাম্মদ হাশেম দীর্ঘদিন ধরে রোহিঙ্গা ক্যাম্প-৪ ও ক্যাম্প-৪ এক্সটেনশনের কসাইদের কাছে নিয়মিত গরু বিক্রি করতেন।
বিজ্ঞাপন
নিহতের পরিবার জানায়, গত ৩১ ডিসেম্বর সকাল আনুমানিক সাড়ে ১০টার দিকে হাশেম নিজ বাড়ি থেকে চার থেকে পাঁচটি মাঝারি আকারের গরু নিয়ে রোহিঙ্গা ক্যাম্পে বিক্রির উদ্দেশে যান। এরপর থেকে তিনি নিখোঁজ ছিলেন।
পরিবারের সদস্যদের ধারণা, অজ্ঞাত রোহিঙ্গা সন্ত্রাসীরা তাকে অপহরণ করে হত্যার পর মরদেহটি গাছে ঝুলিয়ে রেখে যায়।
উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুর আহমেদ বলেন, প্রাথমিকভাবে এটি একটি হত্যাকাণ্ড বলে ধারণা করা হচ্ছে। তবে কী কারণে ঘটনাটি ঘটেছে, তা খতিয়ে দেখা হচ্ছে। তিনি আরও জানান, মরদেহটি ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে এবং ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেফতারে তদন্ত কার্যক্রম শুরু হয়েছে।
প্রতিনিধি/এসএস

