বরগুনার পাথরঘাটা উপজেলায় জোর করে ধান কেটে নিয়ে যাওয়ার সময় ধান কাটার ভিডিও করায় বাকপ্রতিবন্ধী যুবককে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। এমন ঘটনায় ছেলেকে বাঁচাতে গেলে ছেলেটির বাবার ওপরও হামলা করা হয়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।
শুক্রবার (২ জানুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে বরগুনা পাথরঘাটা উপজেলার কালমেঘা ইউনিয়নের কালিবাড়ি গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয় দুর্বৃত্তদের হামলায় আহতরা হলেন- মো. রবিউল ও তার পিতা সিদ্দিক খান।
এ বিষয়ে আহত সিদ্দিক বলেন, ‘আমাদের বাড়ির সামনের জমি নিয়ে দীর্ঘদিন ধরে দ্বন্দ্ব চলছে। উত্তরাধিকার সূত্রে এই জমির মালিক আমার মা সুফিয়া। কিন্তু আমার মায়ের চাচাতো ভাইয়েরা দীর্ঘদিন ধরে আমাদের জমির থেকে বঞ্চিত ও ভূমিহীন করে রেখেছে। সম্প্রতি আমরা জমির সকল কাগজ তুলে দেখতে পাই এই জমি আমার নানার নামে রয়েছে। সেই সূত্রে এই জমির মালিক আমরা মা সুফিয়া। বিষয়টি নিয়ে ইতোমধ্যে উপজেলা ভূমি অফিসে একটি নালিশি মামলা করেছি। মামলার প্রাথমিক তদন্ত প্রতিবেদনেও আমাদের ঠকানোর বিষয়টি প্রকাশ পেয়েছে।’
বিজ্ঞাপন
আরও পড়ুন: খুলনায় যুবদল নেতাকে কুপিয়ে জখম
তিনি আরও বলেন, ‘আজ সকালে হঠাৎ করেই আমরা দেখতে পাই একদল বহিরাগত লোক আমাদের জমির ধান কেটে নিয়ে যাচ্ছে। এমন অন্যায়ের বিষয়টি আমার পরিবারের সদস্যরা পাথরঘাটা থানায় জানাতে যায়। এই সময়ে আমার বাকপ্রতিবন্ধী ছেলে ঘুম থেকে উঠে রাস্তায় বের হয়ে দেখে অনেক মানুষ আমাদের জমির ধান কাটছে। বিষয়টি সে মোবাইল ফোনে ভিডিও করছিলো। বহিরাগত সন্ত্রাসী মো. লিটন- পিতা হোসেন, বাচ্চু ওরফে কালা বাচ্চু-পিতা সাহেব আলি, সাগর বিশ্বাস পিতা সোরাব বিশ্বাস, হামেজের ছেলে বাচ্চু মিয়াসহ একদল বহিরাগত সন্ত্রাসীরা আমাদের ওপর হামলা করে। হামলাকারীরা ধান কাটার কাচি দিয়ে আমার ছেলের পায়ের রগ কেটে দিতে চায়। এই সময়ে ছেলেকে বাঁচাতে আমি এগিয়ে গেলে আমাকেও মারধর করা হয়। পরে আমার ভাই আবুল হোসেন এগিয়ে আসলে তার ওপরেও হামলার চেষ্টা করা হয়। পরে আমাদের দ্রুত হাসপাতালে নিয়ে আসে।’
বিকেলে পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার রাখাল বিশ্বাস অপূর্ব বাকপ্রতিবন্ধী যুবককে কোপানোর ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি জানান, দুপুরের দিকে মারধরের ফলে আঘাত নিয়ে হাসপাতালে চিকিৎসা নিয়েছে। তাদেরকে চিকিৎসা দেওয়া হয়েছে। তাদের মধ্যে একজনের পায়ে গুরুতর জখম রয়েছে।
আরও পড়ুন: আদালত থেকে ফেরার পথে ৫ যুবককে কুপিয়ে জখম
এ বিষয়ে পাথরঘাটা থানার উপ-পরিদর্শক (এসআই) ভাস্কর চন্দ্র দে বলেন, ‘আমরা মারধরের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে ধান কাটার বিষয়টি দেখতে পেয়েছি। ধান যে চাষ করছে তার জিম্মায় ধানগুলো রাখা হয়েছে। আহতদের চিকিৎসার জন্য স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে এবং দুইদিন পরে বিষয়টি মীমাংসার জন্য সময় নির্ধারণ করে দেওয়া হয়েছে। ওই সময় কাগজপত্র দেখে যার জমি তাকে বুঝিয়ে দেওয়া হবে।’
একেএস/এমআই

