শুক্রবার, ২ জানুয়ারি, ২০২৬, ঢাকা

চবির ভর্তি পরীক্ষা শুরু, প্রতি আসনে প্রতিদ্বন্দ্বী ৫৬ জন

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক, চবি
প্রকাশিত: ০২ জানুয়ারি ২০২৬, ১১:৩৬ এএম

শেয়ার করুন:

চবির ভর্তি পরীক্ষা শুরু, প্রতি আসননে প্রতিদ্বন্দ্বী ৫৬ জন

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা আজ শুক্রবার (২ জানুয়ারি) থেকে শুরু হচ্ছে। শুক্রবার বেলা সাড়ে ১১টায় ‘এ’ ইউনিটের পরীক্ষার মধ্য দিয়ে এ ভর্তি পরীক্ষা শুরু হবে।

চারটি ইউনিট ও তিনটি উপ-ইউনিটে মোট ৪ হাজার ১৬৫টি আসনের বিপরীতে আবেদন করেছেন ২ লাখ ৩৩ হাজার ৩২৭ জন শিক্ষার্থী। এতে গড়ে প্রতি আসনের জন্য লড়বেন ৫৬ জন পরীক্ষার্থী।


বিজ্ঞাপন


বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, প্রতিটি ইউনিটের ভর্তি পরীক্ষা বেলা সাড়ে ১১টায় শুরু হয়ে শেষ হবে দুপুর সাড়ে ১২টায়। পরীক্ষার্থীদের সকাল সাড়ে ১০টার মধ্যে কেন্দ্রে প্রবেশ করতে হয়েছে। আগের বছরের মতো এবারও চবি ক্যাম্পাসের পাশাপাশি ঢাকা ও রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে একযোগে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। তবে উপ-ইউনিটগুলোর পরীক্ষা শুধু চবি ক্যাম্পাসেই নেওয়া হবে।

a5ed0c5fdb35f3cc4ace6456e9f5b0a7

ভর্তি পরীক্ষাকে কেন্দ্র করে নেওয়া হয়েছে কড়া নিরাপত্তা ব্যবস্থা। ক্যাম্পাসের ভেতর ও বাইরে আইনশৃঙ্খলা রক্ষায় ২২০ জন পুলিশ সদস্যসহ মোট ৬৩৭ জন নিরাপত্তা সদস্য দায়িত্ব পালন করবেন বলে জানিয়েছে প্রশাসন। এছাড়াও দু'টি জরুরি মেডিকেল ক্যাম্প, ছয়টি তথ্যকেন্দ্র, অভিভাবকদের জন্য ছয়টি বিশ্রামাগার, ৩৭টি অস্থায়ী শৌচাগার এবং প্রতিটি অনুষদ ভবনের সামনে পর্যাপ্ত পানির ব্যবস্থা করা হয়েছে।

ভর্তি পরীক্ষার সূচি অনুযায়ী আজ ২ জানুয়ারি অনুষ্ঠিত হবে ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা। এরপর আগামীকাল ৩ জানুয়ারি ‘ডি’ ইউনিট, ৯ জানুয়ারি ‘সি’ ইউনিট, ১০ জানুয়ারি ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এছাড়া ৫ জানুয়ারি ‘ডি-১’, ৭ জানুয়ারি ‘বি-১’ এবং ৮ জানুয়ারি ‘বি-২’ উপ-ইউনিটের ভর্তি পরীক্ষা নেওয়া হবে।


বিজ্ঞাপন


আরও  পড়ুন

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে শিবিরের নেতৃত্বে মুজাহিদ-মেহেদী

বিজ্ঞান, জীববিজ্ঞান, ইঞ্জিনিয়ারিং এবং মেরিন সায়েন্সেস অ্যান্ড ফিশারিজ, এই চারটি অনুষদ নিয়ে গঠিত ‘এ’ ইউনিটে সাধারণ আসন রয়েছে ১ হাজার ৯৩টি। এই ইউনিটে আবেদন করেছেন ৮৭ হাজার ৬৯৪ জন শিক্ষার্থী। কলা ও মানববিদ্যা অনুষদভুক্ত ‘বি’ ইউনিটে (নাট্যকলা, চারুকলা, আরবি, ইসলামিক স্টাডিজ, পালি ও সংগীত বিভাগ ছাড়া) সাধারণ আসন ৬৯০টি। এতে আবেদন করেছেন ৬৯ হাজার ২৮৭ জন শিক্ষার্থী।

ব্যবসায় প্রশাসন অনুষদভুক্ত ‘সি’ ইউনিটে ছয়টি বিভাগে সাধারণ আসন রয়েছে ৫১০টি। এই ইউনিটে আবেদন করেছেন ১৬ হাজার ৯২৫ জন শিক্ষার্থী। সমাজবিজ্ঞান, আইন, শিক্ষা এবং জীববিজ্ঞান অনুষদের বিভিন্ন বিভাগ নিয়ে গঠিত ‘ডি’ ইউনিটে মোট আসন রয়েছে ৮৪৯টি। এতে আবেদন করেছেন ৫১ হাজার ৫০৬ জন শিক্ষার্থী।

CU_001

উপ-ইউনিটগুলোর মধ্যে শিক্ষা অনুষদভুক্ত ফিজিক্যাল এডুকেশন অ্যান্ড স্পোর্টস সায়েন্স বিভাগ নিয়ে গঠিত ‘ডি-১’ উপ-ইউনিটে ৪০টি আসনের বিপরীতে আবেদন করেছেন ১ হাজার ৪২১ জন। নাট্যকলা, সংগীত ও চারুকলা বিভাগ নিয়ে গঠিত ‘বি-১’ উপ-ইউনিটে ১৩৫টি আসনের জন্য আবেদন করেছেন ১ হাজার ৬৪৫ জন শিক্ষার্থী। আরবি, ইসলামিক স্টাডিজ ও পালি বিভাগ নিয়ে গঠিত ‘বি-২’ উপ-ইউনিটে ২৮০টি আসনের বিপরীতে আবেদন পড়েছে ৪ হাজার ৮৪৯টি।

‘এ’ ইউনিটে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রে ভর্তি পরীক্ষা দেবেন ৫৫ হাজার ৫৫০ জন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রে ১৯ হাজার ৩৪৬ জন এবং রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রে ১২ হাজার ৭৯৮ জন। ‘বি’ ইউনিটে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রে ভর্তি পরীক্ষা দেবেন ৩৩ হাজার ৪০৬ জন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রে ২১ হাজার ৫৭৪ জন এবং রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রে ১৪ হাজার ৩০৭ জন।

‘সি’ ইউনিটে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রে ভর্তি পরীক্ষা দেবেন ১০ হাজার ৫৩৪ জন, ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রে ৫ হাজার ৩১৫ জন এবং রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রে ১ হাজার ৭৬ জন। ‘ডি’ ইউনিটে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রে ভর্তি পরীক্ষা দেবেন ২৩ হাজার ৩৭১ জন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রে ২০ হাজার ৫৪৩ জন এবং রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রে ৭ হাজার ৫৯২ জন।

cu-20241005005345

এছাড়াও ‘বি১’ উপ-ইউনিটে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রে ভর্তি পরীক্ষা দেবেন ৬৩২ জন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রে ৯১৭ জন এবং রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রে ৯৬ জন। ‘বি২’ উপ-ইউনিটে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রে ভর্তি পরীক্ষা দেবেন ৩ হাজার ৫৫৭ জন, ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রে ১ হাজার ৪০ জন এবং রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রে ২৫২ জন। ‘ডি১’ উপ-ইউনিটে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রে ভর্তি পরীক্ষা দেবেন ৯১১ জন, ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রে ৪০৪ জন এবং রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রে ১০৬ জন।

এছাড়া নতুন সময়সূচি অনুযায়ী ভর্তি পরীক্ষার সাতদিন শাটল ট্রেন চট্টগ্রাম নগরের বটতলী থেকে সকাল ৭টা, ৭টা ১৫ মিনিট, ৯টা ২০ মিনিট (ষোলশহর থেকে), ৯টা ৫০ মিনিট (ষোলশহর থেকে), দুপুর ২টা ৫০ মিনিট, ৩টা ৫০ মিনিট এবং রাত সাড়ে ৮টায় বিশ্ববিদ্যালয়ের উদ্দেশে ছেড়ে আসবে।

অন্যদিকে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে সকাল ৮টা ২০ মিনিট (ষোলশহর পর্যন্ত), ৮টা ২৫ মিনিট (ষোলশহর পর্যন্ত), দুপুর দেড়টা, আড়াইটা, বিকাল ৪টা, সাড়ে ৫টা ও রাত সাড়ে ৯টায় নগরের বটতলীর উদ্দেশে শাটল ট্রেনটি ছেড়ে যাবে।

প্রতিনিধি/এসএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর