শুক্রবার, ২ জানুয়ারি, ২০২৬, ঢাকা

নড়িয়ায় ট্রাকচাপায় ফল ব্যবসায়ী নিহত

জেলা প্রতিনিধি, শরীয়তপুর
প্রকাশিত: ০২ জানুয়ারি ২০২৬, ১২:৫৫ পিএম

শেয়ার করুন:

নড়িয়ায় ট্রাকচাপায় ফল ব্যবসায়ী নিহত

শরীয়তপুরের নড়িয়ায় সিমেন্ট বোঝাই ট্রাকের নিচে চাপা পড়ে এরশাদ খান (৩৫) নামে এক ফল ব্যবসায়ী নিহত হয়েছেন। দুর্ঘটনার পর এলাকায় শোকের ছায়া নেমে আসে।

শুক্রবার (২ জানুয়ারি) ভোর আনুমানিক সকাল ৭টার দিকে নড়িয়া–শরীয়তপুর সড়কের নড়িয়া প্রাণিসম্পদ অফিসের সামনে এ দুর্ঘটনা ঘটে।


বিজ্ঞাপন


নিহত এরশাদ খান নড়িয়া পৌরসভার দক্ষিণ নড়িয়া গ্রামের মেছের খার ছেলে। তিনি নড়িয়া বাজারের একজন পরিচিত ফল ব্যবসায়ী ছিলেন। প্রতিদিনের মতো সেদিনও ভোরে মোটরসাইকেল নিয়ে বাড়ি থেকে বাজারের উদ্দেশে বের হন তিনি।

আরও পড়ুন

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের তিন স্থানে ৭ যানবাহনে সংঘর্ষ, আহত ২০

প্রত্যক্ষদর্শী ও সিসিটিভি ফুটেজ থেকে জানা যায়, নড়িয়া প্রাণিসম্পদ অফিসের সামনে একটি সিমেন্টবোঝাই ট্রাককে ওভারটেক করার সময় বিপরীত দিক থেকে আসা একটি ট্রলি গাড়ির সঙ্গে তার মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে তিনি ভারসাম্য হারিয়ে সড়কে পড়ে যান এবং ট্রাকের নিচে চলে যান। মুহূর্তেই ট্রাকের পেছনের চাকার নিচে পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

দুর্ঘটনার পরপরই স্থানীয় লোকজন ছুটে এসে পুলিশকে খবর দেন। পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে এবং যান চলাচল স্বাভাবিক করে। দুর্ঘটনায় জড়িত সিমেন্টবোঝাই ট্রাকটি জব্দ করা হয়েছে।


বিজ্ঞাপন


নড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাহার মিয়া বলেন, ঘটনাটি অত্যন্ত মর্মান্তিক। মরদেহ উদ্ধার করে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে। এ বিষয়ে তদন্ত চলছে।

প্রতিনিধি/এসএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর