ঘন কুয়াশায় ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে মুন্সিগঞ্জের শ্রীনগর ও লৌহজংয়ে আলাদা তিনটি সড়ক দুর্ঘটনায় ৭টি যানবাহনের সংঘর্ষে অন্তত ২০ জন গুরুতর আহত হয়েছে। এর মধ্যে একজন কাভার ভ্যান চালক ও এক বাস চালকসহ ৩ জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।
বৃহস্পতিবার (১ জানুয়ারি) দিবাগত রাত ১টা থেকে শুক্রবার ভোর সাড়ে ৫টা পর্যন্ত এক্সপ্রেসওয়ের শ্রীনগর উপজেলার ছনবাড়ী ব্রিজের ঢালে ও লৌহজং উপজেলার মেদেনীমণ্ডল এলাকায় মাওয়াগামী লেনে, সব শেষ ভোরে শ্রীনগরে একটি কাভার ভ্যান ও ট্রাকের সংঘর্ষের ঘটনা ঘটে।
বিজ্ঞাপন
আলাদা স্থানে পৃথক তিনটি দুর্ঘটনায় বেশ কিছু সময় যানবাহন চলাচল ব্যাহত হয় এক্সপ্রেসওয়েতে। পরে ফায়ার সার্ভিসের সহযোগিতায় হাইওয়ে পুলিশ ক্ষতিগ্রস্ত যানবাহন সরিয়ে নিলে স্বাভাবিক হয় পরিস্থিতি।
![]()
শ্রীনগর ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দিবাগত রাত ১টার দিকে এক্সপ্রেসওয়ের ছনবাড়ী ব্রিজের উপর একটি দ্রুতগতির যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে সামনে থাকা একটি ট্রাককে ধাক্কা দেয়। এ সময় পেছন থেকে আরেকটি ট্রাক বাসটিকে ধাক্কা দেয়। এতে বাসের ড্রাইভারসহ অন্তত ১৬ জন আহত হয়।
পরে খবর পেয়ে শ্রীনগর ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে শ্রীনগর স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করে। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে অবস্থার অবনতি হলে, গুরুতর আহতদের ঢাকা ও ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠায় চিকিৎসকরা।
বিজ্ঞাপন
অপরদিকে, মহাসড়কের লৌহজংয়ের মেদেনীমণ্ডল এলাকায় একটি দ্রুতগতির পণ্যবাহী কাভার্ড ভ্যান ঘন কুয়াশায় নিয়ন্ত্রণ হারিয়ে সামনে থাকা একটি ট্রাককে ধাক্কা দেয়। এতে কাভার্ড ভ্যানটির সামনের অংশ দুমড়ে মুচড়ে গেলে চালক ভেতরে আটকে পড়ে। পরে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের সদস্যরা ঘটনাস্থল থেকে দুজনকে গুরুতর অবস্থায় উদ্ধার করে শ্রীনগর স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করে।
![]()
পরে অবস্থা আশঙ্কাজনক হওয়ায় রাতেই দুজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায় চিকিৎসকরা। আশঙ্কাজনক দুজন হলেন, মো. রিপন মিয়া (৫৫), ট্রাক ড্রাইভার ও যাত্রীবাহী বাসের সুপারভাইজার মো. মানিক মিয়া (৪৪)।
যানবাহন চালকদের মাঝে সতর্কতার অভাব, তীব্র ঘন কুয়াশা ও যানবাহনের দ্রুত গতির কারণে এসব দুর্ঘটনা ঘটেছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।
![]()
ঢাকা মেইলকে এসব তথ্য নিশ্চিত করে শ্রীনগর ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার দেওয়ান আজাদ হোসেন জানান, বৃহস্পতিবার রাত ১০টার পর থেকে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ে ঘন কুয়াশায় আচ্ছাদিত হয়ে পড়ে। এতে সামান্য দূরত্বেও কিছু দেখা যাচ্ছিল না। এ কারণে দুর্ঘটনা প্রবন হয়ে উঠে গুরুত্বপূর্ণ ওই মহাসড়কটি। এতেই ঘটে দুর্ঘটনা।
তিনি আরও বলেন, দুর্ঘটনা কবলিত ক্ষতিগ্রস্ত এসব যানবাহনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিচ্ছে হাইওয়ে পুলিশ।
প্রতিনিধি/এসএস

