ছাত্রশিবির রাবি শাখার নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। মুজাহিদ ফয়সালকে সভাপতি এবং মেহেদী হাসানকে সেক্রেটারি জেনারেল করে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখার নেতৃত্ব গঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১ জানুয়ারি) দুপুরে ছাত্রশিবিরের অফিসিয়াল ফেসবুক পেইজে এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞাপন
বিবৃতিতে বলা হয়, রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখার সদস্যদের নিয়ে ওই দিন সদস্য সমাবেশ অনুষ্ঠিত হয়। ২০২৬ সেশনের জন্য সভাপতি নির্বাচন উপলক্ষে কেন্দ্রীয় সভাপতি স্বাক্ষরিত ব্যালট পেপারে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়।
ভোট গণনার পর মুজাহিদ ফয়সালকে সভাপতি হিসেবে ঘোষণা করা হয় এবং তাকে শপথবাক্য পাঠ করানো হয়। সদস্যদের পরামর্শে নবনির্বাচিত সভাপতি মুজাহিদ ফয়সাল মেহেদী হাসানকে সেক্রেটারি জেনারেল হিসেবে মনোনীত করেন।
নবনির্বাচিত সভাপতি মুজাহিদ ফয়সাল পূর্বে বিগত কমিটির সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করছিলেন। তিনি বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের ২০১৬-১৭ সেশনের শিক্ষার্থী এবং বর্তমানে এমফিলে অধ্যয়নরত।
নির্বাচিত সেক্রেটারি জেনারেল মেহেদী হাসান বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের ২০১৮-১৯ সেশনের শিক্ষার্থী। নতুন নেতৃবৃন্দ শিগগিরই পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করবেন।
বিজ্ঞাপন
সদস্য সমাবেশে উপস্থিত ছিলেন ছাত্রশিবিরের কেন্দ্রীয় শিক্ষা সম্পাদক ইব্রাহিম হোসেন, সদ্য বিদায়ী সভাপতি মোস্তাকুর রহমান জাহিদসহ অন্যান্য নেতারা।
এআর

