সর্বকনিষ্ঠ সন্তানকে হারিয়ে অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান হাদির মা। মানসিক ও বিভিন্ন শারীরিক অসুস্থতা নিয়ে বিগত চারদিন ধরে হাসপাতালে ভর্তি রয়েছেন তিনি।
বুধবার (৩১ ডিসেম্বর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন ওসমান হাদির বড় ভাই মাওলানা আবু বক্কর সিদ্দিক।
বিজ্ঞাপন
তিনি জানান, আমাদের পরিবারের জন্য সবাই দোয়া করবেন। আর ওসমান হাদির খুনীদের গ্রেফতার করা হয়নি এ বিষয়ে সিদ্ধান্ত নিবেন ইনকিলাব মঞ্চ।
উল্লেখ্য, গত ১২ ডিসেম্বর শুক্রবার দুপুরে হত্যার উদ্দেশে তাকে গুলি করা হয়। আশঙ্কাজনক অবস্থায় হাদিকে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ও পরে এভারকেয়ার হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ১৫ ডিসেম্বর তাকে এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুরে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গত ১৮ ডিসেম্বর ওসমান হাদির মৃত্যু হয়। পরে তাকে দেশে এনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রিয় মসজিদের পাশে (জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধির পাশে) দাফন করা হয়।
বিজ্ঞাপন
তিন ভাই ও তিন বোনের মধ্যে ওসমান হাদি ছিলেন সর্বকনিষ্ঠ। তার এক বছরের একটি পুত্র সন্তান রয়েছে।
প্রতিনিধি/টিবি

