শনিবার, ২০ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

ময়নাতদন্তের জন্য সোহরাওয়ার্দী হাসপাতালে নেওয়া হয়েছে হাদির মরদেহ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২০ ডিসেম্বর ২০২৫, ০৯:৪৯ এএম

শেয়ার করুন:

সোহরাওয়ার্দী হাসপাতালে নেওয়া হয়েছে হাদির মরদেহ

কড়া নিরাপত্তার মধ্যে জাতীয় হৃদরোগ ইন্সটিটিউট থেকে সোহরাওয়ার্দী হাসপাতালের মর্গে নেওয়া হয়েছে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির মরদেহ।

সেনাবাহিনী, পুলিশ, র‍্যাব, বিজিবির কড়া পাহারায় শনিবার (২০ ডিসেম্বর) সকাল পৌনে ১০টার দিকে মরদেহ সোহরাওয়ার্দী হাসপাতালের নেওয়া হয়। সেখানে ওসমান হাদির ময়নাতদন্ত সম্পন্ন হবে।


বিজ্ঞাপন


পূর্বঘোষিত সময় অনুযায়ী, বেলা দুইটায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় ওসমান হাদির জানাজা হওয়ার কথা রয়েছে। এরপর তার মরদেহ নেওয়া হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে। সেখানেই জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কবরের কাছেই দাফন করা হবে তাকে।

ত্রয়োদশ সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণার পরদিন রাজধানীর বিজয়নগরের বক্স কালভার্ট রোড এলাকায় মোটরসাইকেলে আসা দুই সন্ত্রাসীর গুলিতে মারাত্মক আহত হন ওসমান হাদি। রিকশায় থাকা অবস্থায় তার মাথায় গুলি লাগে। প্রথমে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে, পরে অবস্থার অবনতি হলে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। এরপর উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে পাঠানো হলে সেখানে ১৮ ডিসেম্বর রাত ৯টা ৪৫ মিনিটে মারা যান তিনি।

গতকাল শুক্রবার (১৯ ডিসেম্বর) সন্ধ্যা ৬টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আনা হয় ওসমান হাদির মরদেহ। সেখান থেকে সরাসরি জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালের হিমঘরে নেওয়া হয় লাশ।

এ দিন বিমানবন্দর থেকে হাদির কফিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে নেওয়ার কথা থাকলেও তার বদলে শনিবার নেওয়া হবে বলে জানায় ইনকিলাব মঞ্চ।


বিজ্ঞাপন


মরদেহ বিমানবন্দর ৮ নং গেট থেকে এলিভেটেড এক্সপ্রেসওয়ে-ফার্মগেট-মানিকমিয়া এভিনিউ হয়ে হৃদরোগ ইন্সটিটিউটের হিমঘরে নেওয়া হয়।

হাদির মরদেহকে কেন্দ্র করে পুরো হৃদরোগ হাসপাতালজুড়ে নিরাপত্তা বেষ্টনি দিয়ে ঢেকে রাখে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

এরপর জাতীয় হৃদরোগ হাসপাতালে ওসমান হাদির পরিবারের সদস্য ও বিভিন্ন রাজনৈতিক নেতাকর্মীরা এক নজর দেখতে ছুটে আসেন। তাদের পাশাপাশি, জুলাই-আগস্ট অভ্যুত্থানের নেতাকর্মী ও এনসিপির নেতাকর্মীরা ছুটে আসেন।

ইনকিলাব মঞ্চ এক ফেসবুক পোস্টে লিখেছে, ‘পরিবারের দাবির ভিত্তিতে শহীদ ওসমান হাদিকে কবি নজরুলের পাশে সমাহিত করার এবং মানিক মিয়া অ্যাভিনিউতে বাদ জোহর জানাজার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’

এমআর

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর