মঙ্গলবার, ৩০ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

রাজবাড়ী জেলার দুইটি আসনে ১৬ প্রার্থীর মনোনয়নপত্র দাখিল

জেলা প্রতিনিধি, রাজবাড়ী
প্রকাশিত: ৩০ ডিসেম্বর ২০২৫, ০৯:৩৪ এএম

শেয়ার করুন:

ec
নির্বাচন কমিশন। ফাইল ছবি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজবাড়ী-১ (সদর ও গোয়ালন্দ) এবং রাজবাড়ী-২ (পাংশা-বালিয়াকান্দি-কালুখালী) আসনে মোট ১৬ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন।

এরমধ্যে রাজবাড়ী-১ আসনে ৪ জন ও রাজবাড়ী-২ আসনে ১২ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন।


বিজ্ঞাপন


সোমবার (২৯ ডিসেম্বর) রাতে বিষয়টি নিশ্চিত করেন রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক সুলতানা আক্তার।

জানা গেছে, রাজবাড়ীর দুইটি সংসদীয় আসনের মধ্যে রাজবাড়ী-১ আসনে মোট ৫ জন প্রার্থী মনোনয়ন ফরম সংগ্রহ করেছিলেন। জমা প্রদানের শেষ দিনে ৪ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন।

রাজবাড়ী-১ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রার্থী সাবেক সংসদ সদস্য আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম, বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী অ্যাড. মো. নূরুল ইসলাম, জাতীয় পার্টির প্রার্থী অ্যাড. খোন্দকার হাবিবুর রহমান বাচ্চু ও জাকের পার্টির প্রার্থী হিসেবে মোহাম্মদ আলী বিশ্বাস মনোনয়নপত্র জমা দিয়েছেন। তবে জামায়াতের সঙ্গে জোট হওয়ার কারণে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মো. আরিফুল ইসলাম মনোনয়ন ফরম সংগ্রহ করলেও জমা দেননি।

অপরদিকে, রাজবাড়ী-২ আসনে মোট ১৩ প্রার্থী মনোনয়ন ফরম সংগ্রহ করেছিলেন। মনোনয়ন পত্র জমা প্রদানের শেষ দিনে ১২ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন।


বিজ্ঞাপন


রাজবাড়ী-২ আসনে বাংলাদেশে জাতীয়তাবাদী দল বিএনপির প্রার্থী মো. হারুন-অর-রশিদ, বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী মোহাম্মদ হারুন-অর-রশিদ, জাতীয় পার্টির প্রার্থী অ্যাড. মো. শফিউল আজম খান, গণঅধিকার পরিষদের প্রার্থী মো. জাহিদ শেখ, এনসিপির প্রার্থী জামিল হিজাযী, বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোটের প্রার্থী মো. আব্দুল মালেক মন্ডল, খেলাফত মজলিশের প্রার্থী কাজী মিনহাজুল আলম, ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মোহা. আব্দুল মালেক, বাংলাদেশ খেলাফত মজলিশের প্রার্থী মোহাম্মদ কুতুবউদ্দিন ও স্বতন্ত্র প্রার্থী হিসেবে সাবেক সংসদ সদস্য ও জেলা বিএনপির সাবেক সভাপতি নাসিরুল হক সাবু, সোহেল মোল্লা এবং বিএনপি নেতা মো. মুজাহিদুল ইসলাম মনোনয়নপত্র জমা দিয়েছেন।

স্বতন্ত্র প্রার্থীদের মধ্যে নাসিরুল হক সাবু ও মোজাহিদুল ইসলাম বিএনপি থেকে মনোনয়ন প্রত্যাশী ছিলেন। বিএনপি থেকে মনোনয়ন না পাওয়ায় তারা স্বতন্ত্র হিসেবে মনোনয়নপত্র জমা দেন।

রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক সুলতানা আক্তার বলেন, রাজবাড়ী-১ আসনে ৪ জন ও রাজবাড়ী-২ আসনে ১২ জনসহ মোট ১৬ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র জমা দিয়েছেন। একটি অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন উপহার দিতে আমরা জেলা প্রশাসন সহ আইন-শৃঙ্খলা বাহিনী তৎপর রয়েছি।

জেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, রাজবাড়ী জেলার দুটি আসনের মোট ভোটার ৯ লাখ ৮৯ হাজার ৯০৮ জন। এর মধ্যে রাজবাড়ী-১ আসনের ভোটার ৪ লাখ ৩০ হাজার ২১৫ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ১৬ হাজার ১৪৯ জন,  নারী ভোটার ২ লাখ ১৪ হাজার ৫৮ এবং তৃতীয় লিঙ্গের (হিজড়া) ভোটার ৮ জন। এই আসনে মোট ভোট কেন্দ্রের সংখ্যা ১৫৬টি।

রাজবাড়ী-২ আসনের মোট ভোটার ৫ লাখ ৫৯ হাজার ৬৯৩ জন। এ আসনে মোট পুরুষ ভোটার ২ লাখ ৮৫ হাজার ৬০৯ জন। নারী ভোটার ২ লাখ ৭৪ হাজার ৭৯ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার ৫ জন। এ আসনে মোট ভোট কেন্দ্রের সংখ্যা ১৯৮টি।

প্রতিনিধি/টিবি

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর