মঙ্গলবার, ৩০ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

উৎসবমুখর পরিবেশে রংপুরের ৬টি আসনে ৫৬ জনের মনোনয়ন দাখিল

জেলা প্রতিনিধি, রংপুর
প্রকাশিত: ৩০ ডিসেম্বর ২০২৫, ০৮:২৪ এএম

শেয়ার করুন:

উৎসবমুখর পরিবেশে রংপুরের ৬টি আসনে ৫৬ জনের মনোনয়ন দাখিল

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে উৎসব মুখর পরিবেশে রংপুরের ৬টি সংসদীয় আসনে মনোনয়নপত্র দাখিল করেছেন ৫৬ প্রার্থী। বিএনপি, জাতীয় পার্টি, জামায়াতে ইসলাম, এনসিপি, গণঅধিকার পরিষদ, ইসলামী আন্দোলন বাংলাদেশ, বাংলাদেশ কংগ্রেস, বাসদ মার্কসবাদীসহ বিভিন্ন দলের ও স্বতন্ত্র প্রার্থীরা মনোনয়নপত্র দাখিল করেন।

সোমবার (২৯ ডিসেম্বর) রাত ১০টায় বিষয়টি নিশ্চিত করেছেন রিটার্নিং কর্মকর্তা ও রংপুরের জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল আহসান।


বিজ্ঞাপন


জেলা প্রশাসন সূত্রে জানা যায়, রংপুর জেলার ৬টি সংসদীয় আসনের বিপরীতে মনোনয়নপত্র দাখিল করেছেন ৫৬ প্রার্থী। এরমধ্যে রংপুর-১ আসনে ৯ জন, রংপুর-২ আসনে ৫ জন, রংপুর-৩ আসনে ১০ জন, রংপুর-৪ আসনে ১১ জন, রংপুর-৫ আসনে ১১ জন ও রংপুর-৬ আসনে ১১ জন। এর আগে মনোনয়নপত্র সংগ্রহ করেছিলেন জেলার ৬টি সংসদীয় আসনের বিপরীতে ৬১ জন প্রার্থী।

যারা মনোনয়নপত্র দাখিল করেছেন তারা হলেন, রংপুর-১ (গংগাচড়া) আসন: এই আসনে ৯ প্রার্থী মনোনয়ন দাখিল করেছেন। তারা হলেন— বিএনপির মোকারম হোসেন সুজন, জাতীয় পার্টির ব্যারিস্টার মঞ্জুম আলী, জামায়াতের মাওলানা রায়হান সিরাজী, ইসলামী আন্দোলন বাংলাদেশের এটিএম গোলাম মোস্তফা বাবু, গণঅধিকার পরিষদের হানিফুর রহমান সজিব, বাসদ (মার্কসবাদী) আহসানুল আরেফিন তিতু, জাতীয় নাগরিক পার্টির আল মামুন, বাংলাদেশ খেলাফত মজলিশের মমিনুর রহমান, ইসলামীক ফ্রন্ট বাংলাদেশের মোহাম্মদ আনাস।

রংপুর-২ (বদরগঞ্জ-তারাগঞ্জ) আসন: এই আসনে মনোনয়ন দাখিল করেছেন ৫ প্রার্থী। তারা হলেন— বিএনপির মোহাম্মদ আলী সরকার, জাতীয় পার্টির সাবেক এমপি আনিছুল ইসলাম মন্ডল, জামায়াতর এটিএম আজহারুল ইসলাম, ইসলামী আন্দোলন বাংলাদেশের মাওলানা মো. আশরাফ আলী, বাসদ (মার্কসবাদী), জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডি আজিজুর রহমান।

রংপুর-৩ (সিটি-সদর) আসন: এই আসনে মনোনয়নপত্র দাখিল করেছেন ১০ প্রার্থী। তারা হলেন— জাতীয় পার্টির গোলাম মোহাম্মদ কাদের, বিএনপির সামসুজ্জামান সামু, জামায়াতের অধ্যাপক মাহবুবার রহমান বেলাল, ইসলামী আন্দোলন বাংলাদেশের আমিরুজ্জামান পিয়াল, স্বতন্ত্র প্রার্থী তৃতীয় লিঙ্গের আনোয়ারা ইসলাম রানী, স্বতন্ত্র প্রার্থী রিটা রহমান, বাসদ (মার্কসবাদী) আনোয়ার হোসেন বাবলু, বাসদের আব্দুল কুদ্দুস, খেলাফত মজলিসের তৌহিদুর রহমান মন্ডল, বাংলাদেশ খেলাফত মজলিসের নুর আলম সিদ্দিক।


বিজ্ঞাপন


রংপুর-৪ (কাউনিয়া-পীরগাছা) আসন: এই আসনে মনোনয়নপত্র দাখিল করেছেন ১০ প্রার্থী। তারা হলেন— বিএনপির এমদাদুল হক ভরসা, জাতীয় পার্টির আবু নাসের শাহ মোহাম্মদ মাহবুবার রহমান, ইসলামী আন্দোলন বাংলাদেশের মাওলানা মুহাম্মাদ জাহিদ হাসান, বাসদ (মার্কসবাদী) প্রগতি বর্মন তমা, বাংলাদেশ কংগ্রেসের উজ্জ্বল চন্দ্র রায়, জাতীয় পার্টির আব্দুস ছালাম, বাংলাদেশ খেলাফত মজলিসের আবু সাহা, স্বতন্ত্র জয়নুল আবেদীন, স্বতন্ত্র শাহ আলম বাশার।

রংপুর-৫ (মিঠাপুকুর) আসন: এই আসনে মনোনয়নপত্র দাখিল করেছেন ১১ প্রার্থী। তারা হলেন— বিএনপির মোহাম্মদ গোলাম রব্বানী, জামায়াতের অধ্যাপক গোলাম রব্বানী, জাতীয় পার্টির এসএম ফখরউজজামান জাহাঙ্গীর, ইসলামী আন্দোলন বাংলাদেশের অধ্যাপক গোলজার হোসেন, বাসদ (মার্কসবাদী) বাবুল আখতার, এবি পার্টির আবদুল বাছেত মারজান, সিপিবির আবু হেলাল,  বাসদের মমিনুল ইসলাম, নাগরিক ঐক্য এর মোফাখখারুল ইসলাম নবাব ও স্বতন্ত্র প্রার্থী-খন্দকার মুহিত আল মাহমুদ, বাংলাদেশ খেলাফত মজলিসের আনোয়ার হুসাইন।

রংপুর-৬ (পীরগঞ্জ) আসন: এই আসনে মনোনয়নপত্র দাখিল করেছেন ১১ প্রার্থী। তারা হলেন— বিএনপির সাইফুল ইসলাম, জামায়াতের মাওলানা নুরুল আমীন, জাতীয় পার্টির নুরে আলম মিয়া, ইসলামী আন্দোলন বাংলাদেশের মাওলানা সুলতান মাহমুদ, বাংলাদেশ কমিউনিষ্ট পার্টির মো. কামরুজ্জামান, স্বতন্ত্র প্রার্থী এসএম শাহাজামান রওশন, এবি পার্টি ছাদেকুল ইসলাম, স্বতন্ত্র আবু জাফর মো. জাহিদ, স্বতন্ত্র খন্দকার শহিদুল ইসলাম, বাংলাদেশ খেলাফত মজলিসের মাহবুবুর রহমান, স্বতন্ত্র তাকিয়া জাহান চৌধুরী।

 

মনোনয়নপত্র দাখিলের শেষদিনে প্রার্থীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে। তারা উৎসবমুখর পরিবেশে নেতাকর্মীদের সঙ্গে নিয়ে মনোনয়নপত্র দাখিল করেন। নির্বাচন কমিশনের নির্ধারিত সময়সূচি অনুযায়ী যাচাই-বাছাই শেষে চূড়ান্ত প্রার্থীদের তালিকা প্রকাশ করা হবে।

প্রতিনিধি/টিবি

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর