ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিনে পাবনার ৫টি আসনে ৩২ জন প্রার্থী তাঁদের মনোনয়নপত্র দাখিল করেছেন।
সোমবার (২৯ ডিসেম্বর) দিনব্যাপী পাবনা জেলা প্রশাসকের কার্যালয়ে রিটার্নিং কর্মকর্তা এবং জেলার বিভিন্ন উপজেলায় সহকারী রিটার্নিং কর্মকর্তাদের কাছে তারা এই মনোনয়নপত্র জমা দেন।
বিজ্ঞাপন
নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, প্রতিদ্বন্দ্বিতা করতে ইচ্ছুক প্রার্থীদের মধ্যে পাবনা-১ আসনে ৭ জন, পাবনা-২ আসনে ৫ জন, পাবনা-৩ আসনে ৮ জন, পাবনা-৪ আসনে ৮ জন এবং পাবনা-৫ আসনে ৪ জন প্রার্থী রয়েছেন। দলীয় বিবেচনায় বিএনপির ৫ জন, জামায়াতে ইসলামীর ৫ জন, ইসলামী আন্দোলনের ৫ জন, জাতীয় পার্টির ৩ জন, গণফোরামের ২ জন, গণঅধিকার পরিষদের ১ জন, বাংলাদেশ সুপ্রিম পার্টির ১ জন, এবি পার্টির ১ জন, সিপিবির ১ জন, নাগরিক ঐক্যের ১ জন এবং ৭ জন স্বতন্ত্র প্রার্থী রয়েছেন।
আসনভিত্তিক প্রার্থীদের তালিকা:
পাবনা-১ (সাঁথিয়া-বেড়ার একাংশ): ব্যারিস্টার নাজিবুর রহমান মোমেন (জামায়াত), ভিপি শামসুর রহমান (বিএনপি), খায়রুন নাহার খানম (স্বতন্ত্র-বিএনপি), অধ্যাপক আবু সাইয়িদ (স্বতন্ত্র), আব্দুল গনি (ইসলামী আন্দোলন), হাজী ইউনুছ আলী (স্বতন্ত্র-বিএনপি) এবং মাসুদুল হক (স্বতন্ত্র-বিদ্রোহী)।
পাবনা-২ (সুজানগর-বেড়ার একাংশ): এ কে এম সেলিম রেজা হাবিব (বিএনপি), হেসাব উদ্দিন (জামায়াত), আফজাল হোসেন খান কাসেমী (ইসলামী আন্দোলন), মেহেদী হাসান রুবেল (জাতীয় পার্টি) এবং নাসির উদ্দিন (গণফোরাম)।
বিজ্ঞাপন
পাবনা-৩ (চাটমোহর-ভাঙ্গুড়া-ফরিদপুর): হাসান জাফির তুহিন (বিএনপি), আলী আছগার (জামায়াত), কে এম আনোয়ার (স্বতন্ত্র-বিএনপি), মাহবুবুর রহমান জয় চৌধুরী (সুপ্রিম পার্টি), মীর নাদিম মোহাম্মদ ডাবলু (জাতীয় পার্টি), হাসানুল ইসলাম রাজা (গণঅধিকার), সরদার আশা পারভেজ (গণফোরাম) এবং আব্দুল খালেক (ইসলামী আন্দোলন)।
পাবনা-৪ (ঈশ্বরদী-আটঘরিয়া): হাবিবুর রহমান হাবিব (বিএনপি), আবু তালেব মন্ডল (জামায়াত), সিরাজুল ইসলাম সরদার (স্বতন্ত্র-বিএনপি), জাকারিয়া পিন্টু (স্বতন্ত্র-বিএনপি), সাইফুল আজাদ মুল্লিক (জাতীয় পার্টি), আনোয়ার শাহ (ইসলামী আন্দোলন), সোহাগ হোসেন (সিপিবি) এবং শাহনাজ হক (নাগরিক ঐক্য)।
পাবনা-৫ (সদর): ইকবাল হোসাইন (জামায়াত), মো. শামসুর রহমান শিমুল বিশ্বাস (বিএনপি), নাজমুল হোসেন (ইসলামী আন্দোলন) এবং আব্দুল মজিদ মোল্লা (এবি পার্টি)।
স্বতন্ত্র প্রার্থীদের মধ্যে বিএনপির বিদ্রোহী প্রার্থী রয়েছেন ৬ জন। এর মধ্যে পাবনা-১ আসনে ৩ জন, পাবনা-৩ আসনে ১ জন এবং পাবনা-৪ আসনে ২ জন। এছাড়াও পাবনা-৩ আসনে বিএনপির মনোনয়ন বঞ্চিত হয়ে গণঅধিকার পরিষদের প্রার্থী হয়েছেন একজন।
এ বিষয়ে পাবনা জেলা বিএনপির সিনিয়র যুগ্ম-আহ্বায়ক আব্দুস সামাদ খান মন্টু জানান, ‘আজ প্রার্থীরা কেবল মনোনয়নপত্র জমা দিয়েছেন। যাঁরা দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে বিদ্রোহী প্রার্থী হয়েছেন, তাদের সঙ্গে আমরা আগামীকাল থেকে আলোচনায় বসব। আশা করি কেন্দ্রীয় নির্দেশনায় তারা মনোনয়নপত্র প্রত্যাহার করে নেবেন। অন্যথায় তাদের বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।’
প্রতিনিধি/একেবি

