শরিফ ওসমান বিন হাদির হত্যাকারীর বিচারের দাবিতে মাদারীপুরে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ মিছিল ও মহাসড়ক অবরোধ করেছে ছাত্র-জনতা।
সোমবার (২৯ ডিসেম্বর) বিকেল ৩টা থেকে সাড়ে ৫টা পর্যন্ত মাদারীপুর-শরিয়তপুর-চাঁদপুর মহাসড়কের সদর উপজেলার খাগদী বাসস্ট্যান্ডে এ অবরোধ করা হয়। এ সময় মহাসড়কের উভয়পাশে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। সৃষ্টি হয় দীর্ঘ যানজটের। এতে ভোগান্তিতে পড়ে যাত্রী ও চালকরা।
বিজ্ঞাপন
![]()
বিক্ষোভ সমাবেশে বক্তারা অভিযোগ করেন, শহীদ ওসমান হাদি ঢাকা-৮ আসনের সম্ভাব্য প্রার্থী ছিলেন। ১২ ডিসেম্বর জুমার নামাজের কিছু পর রাজধানীর পুরানা পল্টনের কালভার্ট রোডে রিকশায় থাকা হাদিকে গুলি করা হয়। মাথায় গুলি করার পর আততায়ীরা মোটরসাইকেল নিয়ে পালিয়ে যায়। পরে হাদিকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেওয়া হয়। সেখানে ১৮ ডিসেম্বর মারা যান তিনি। গত রোববার মানিক মিয়া অ্যাভিনিউতে লাখ লাখ মানুষের অংশগ্রহণে তার জানাজা অনুষ্ঠিত হয়। তাঁকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ সংলগ্ন জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধিস্থলের পাশে দাফন করা হয়।
![]()
গত ১৪ ডিসেম্বর ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আবদুল্লাহ আল জাবের বাদী হয়ে প্রথমে একটি হত্যাচেষ্টা মামলা করেন। পরে হাদির মৃত্যুতে সেটি হত্যা মামলায় (৩০২ ধারা) রূপান্তরিত হয়। মামলা চলাকালে এ যাবৎ ১১ জনকে গ্রেফতার করা হয়েছে। তবে মূল অভিযুক্তরা এখনো ধরাছোঁয়ার বাইরে। এই হত্যাকাণ্ডে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে অনুষ্ঠিত হয় সড়ক অবরোধ ও বিক্ষোভ। দ্রুত হত্যাকারীদের গ্রেফতার করে আইনের আওতায় আনার দাবি জানান বক্তারা। তা না হলে আগামীতে বৃহত্তর আন্দোলনের ঘোষণা দেন তারা।
![]()
এ কর্মসূচিতে উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কার্যকরী সদস্য ও জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক মুখ্য সংগঠক হাফেজ আব্দুর রহিম, জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক যুগ্ম আহ্বায়ক রোমান শেখ, সাবেক যুগ্ম আহ্বায়ক আশিকুল তামিম আশিক, সাবেক সহ-মুখ্য সংগঠক জহিরুল ইসলাম সানি, সাবেক যুগ্ম সদস্য সচিব তানভীর, সাবেক সদস্য আরাফাত উল্লাহ্সহ সাধারণ শিক্ষার্থী ও স্থানীয় জনগণ।
প্রতিনিধি/এসএস

