মঙ্গলবার, ৩০ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

নোয়াখালীতে ওয়ান শ্যুটার গানসহ ৯ মামলার আসামি গ্রেফতার

জেলা প্রতিনিধি, নোয়াখালী
প্রকাশিত: ২৯ ডিসেম্বর ২০২৫, ১০:২৫ পিএম

শেয়ার করুন:

নোয়াখালীতে ওয়ান শ্যুটার গানসহ ৯ মামলার আসামি গ্রেফতার

নোয়াখালীর সদরে পুলিশের বিশেষ অভিযানে অস্ত্র, মাদক, চুরি ও ডাকাতিসহ ৯টি মামলার আসামি মেহেদী হাসান ওরফে শাকিলকে (২৭) একটি ওয়ান শ্যুটার গানসহ গ্রেফতার করেছে সুধারাম মডেল থানা পুলিশ।

সোমবার (২৯ ডিসেম্বর) দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে নোয়াখালী জেলা অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড আপস) আবু তৈয়ব মো. আরিফ হোসেন জানান, বিশেষ অভিযান পরিচালনা করে চরমটুয়া ইউনিয়নের দক্ষিণ মহতাপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।


বিজ্ঞাপন


প্রেস বিজ্ঞপ্তিতে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে দুপুরে দক্ষিণ মহতাপুর নান্নুর ব্রিকফিল্ডের অফিস কক্ষের সামনে থেকে শাকিলকে হাতেনাতে গ্রেফতার করা হয়। এসময় তার হেফাজত থেকে একটি দেশীয় তৈরি ওয়ান শ্যুটারগান উদ্ধার করা হয়।

গ্রেফতার মেহেদী হাসান শাকিল সুধারাম থানার চরমটুয়া ইউনিয়নের বৈকন্ঠপুর গ্রামের বাহার মেম্বারের ছেলে। পুলিশ তাকে ওই এলাকার ‘ত্রাস’ এবং ‘মোস্ট ওয়ান্টেড’ অপরাধী হিসেবে চিহ্নিত করেছে।

আরও পড়ুন

রাজবাড়ীতে বিদেশি পিস্তল ও গুলিসহ গ্রেফতার ৪, প্রাইভেটকার জব্দ

পুলিশি রেকর্ড অনুযায়ী, শাকিলের বিরুদ্ধে সুধারাম ও সোনাইমুড়ী থানায় অস্ত্র, মাদক, ডাকাতির প্রস্তুতি এবং চুরিসহ মোট ৯টি জিআর মামলা রয়েছে। এছাড়া সে ৪টি মামলার পরোয়ানাভুক্ত আসামি।


বিজ্ঞাপন


স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, দীর্ঘদিন ধরে শাকিল অস্ত্রের ভয় দেখিয়ে এলাকায় চাঁদাবাজি, ছিনতাই ও দস্যুতাসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড চালিয়ে আসছিল। তার গ্রেফতারে এলাকায় স্বস্তি নেমে এসেছে।

 এ বিষয়ে সুধারাম মডেল থানার এসআই (নিরস্ত্র) মো. মুক্তার হোসেন ভুঁইয়া বাদী হয়ে অস্ত্র আইনে একটি মামলা দায়ের করেছেন।

প্রতিনিধি/এসএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর