মঙ্গলবার, ৩০ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

রাজবাড়ীতে বিদেশি পিস্তল ও গুলিসহ গ্রেফতার ৪, প্রাইভেটকার জব্দ

জেলা প্রতিনিধি, রাজবাড়ী
প্রকাশিত: ২৯ ডিসেম্বর ২০২৫, ১০:০০ পিএম

শেয়ার করুন:

রাজবাড়ীতে বিদেশি পিস্তল ও গুলিসহ গ্রেফতার ৪, প্রাইভেটকার জব্দ

রাজবাড়ীতে দুটি বিদেশি পিস্তল ও চার রাউন্ড গুলিসহ চারজনকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।

রোববার (২৮ ডিসেম্বর) সন্ধ্যায় পৌর শহরের ৪ নং ওয়ার্ডের সেগুনবাগিচা এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।


বিজ্ঞাপন


সোমবার (২৯ ডিসেম্বর) বিকেলে সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানান জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মফিজুল ইসলাম।

গ্রেফতার ব্যক্তিরা হলেন- সদর উপজেলার খানখানাপুর সরদার পাড়ার মৃত ইউনুস সরদারের ছেলে মো. ইমরান সরদার (২৮), আ. রাজ্জাক শেখের ছেলে মো. সিয়াম শেখ (২১), উত্তর ভবানীপুরের খোকন শেখের ছেলে মো. জাহাঙ্গীর শেখ তারেক (৩০) এবং মেছোঘাটা এলাকার মো. আমির শেখের ছেলে মো. ফিরোজ শেখ।

আরও পড়ুন

কুষ্টিয়ায় ট্রাকচাপায় পা বিচ্ছিন্ন বাইক আরোহী যুবকের

ওসি মো. মফিজুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে রোববার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে পৌর শহরের ৪ নং ওয়ার্ডের সেগুনবাগিচা এলাকায় অভিযান চালিয়ে চারজনকে গ্রেফতার করা হয়। অভিযানে ইমরান সরদারের পকেট থেকে ৭.৬৫ মি.মি. বোরের একটি বিদেশি পিস্তল, সিয়াম শেখের পকেট থেকে একই বোরের আরেকটি বিদেশি পিস্তল এবং চার রাউন্ড গুলি উদ্ধার করা হয়।


বিজ্ঞাপন


এছাড়া আসামিদের কাছ থেকে চারটি মোবাইল ফোন, একটি বাটন ফোন, ২০ হাজার টাকা এবং কালো রঙের টয়োটা ব্র্যান্ডের একটি প্রাইভেট কার জব্দ করা হয়। সিয়াম শেখের বিরুদ্ধে মারামারির একটি মামলা, জাহাঙ্গীর শেখ তারেকের বিরুদ্ধে বিস্ফোরক, মাদক ও প্রতারণাসহ নয়টি মামলা এবং ফিরোজ শেখের বিরুদ্ধে মারামারিসহ একাধিক মামলা রয়েছে।

প্রতিনিধি/এসএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর