সোমবার, ২৯ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

কুষ্টিয়ায় ট্রাকচাপায় পা বিচ্ছিন্ন বাইক আরোহী যুবকের

জেলা প্রতিনিধি, কুষ্টিয়া
প্রকাশিত: ২৯ ডিসেম্বর ২০২৫, ০৬:৩৪ পিএম

শেয়ার করুন:

Accident
বামের ছবি দুর্ঘটনার শিকার যুবক মমিনুর। ডানে সড়কে পড়ে আছে তার বিচ্ছিন্ন হওয়া পা-টি। ছবি- প্রতিনিধি

কুষ্টিয়ায় বালুবোঝাই ড্রাম ট্রাকের চাপায় এক পা বিচ্ছিন্ন হয়ে গেছে মোটরসাইকেল আরোহী এক যুবকের। অন্য পা-টিও ভয়াবহ ভাবে থেঁতলে গেছে।

সোমবার (২৯ ডিসেম্বর) বিকেল তিনটার দিকে কুমারখালীর আলাউদ্দিন নগর - শিলাইদহ রবীন্দ্র কুঠিবাড়ী আঞ্চলিক মহাসড়কের আলাউদ্দিন আহমেদ শিক্ষা পল্লী পার্কের দ্বিতীয় গেট এলাকায় এই দুর্ঘটনা ঘটে। 


বিজ্ঞাপন


দুর্ঘটনার শিকার যুবকের নাম মমিনুর রহমান (২২)। তিনি কুমারখালীর কয়া ইউনিয়নের কালোয়া গ্রামের আসাদুল মুন্সীর ছেলে এবং কুষ্টিয়ার একটি শিক্ষাপ্রতিষ্ঠানের প্যারামেডিকেলের প্রথম বর্ষের ছাত্র। 

Accident2

পুলিশ, প্রত্যক্ষদর্শী ও সিসিটিভি ফুটেজ সূত্রে জানা গেছে, কুমারখালীর আলাউদ্দিন নগর- শিলাইদহ রবীন্দ্র কুঠিবাড়ী আঞ্চলিক মহাসড়কের আলাউদ্দিন আহমেদ শিক্ষা পল্লী পার্কের দ্বিতীয় গেটে আঁকাবাঁকা ঝুঁকিপূর্ণ মোড় রয়েছে। 

এদিন বিকেল ৩টার দিকে দিকে একটি মোটরসাইকেল শিলাইদহের দিকে এবং বালুবোঝেই ড্রাম ট্রাক আলাউদ্দিন নগরের দিকে যাচ্ছিল। এসময় মোটরসাইকেল চালিয়ে মমিনুর ড্রাম ট্রাকটিকে ওভারটেক করতে গিয়ে স্লিপ করে সড়কের ওপর পড়ে যান। মুহূর্তেই ট্রাকটি তার দুই পায়ের ওপর দিয়ে চলে যায়।


বিজ্ঞাপন


এ ঘটনায় মমিনুরের বাম পা গোড়ালির কিছুটা ওপর থেকে পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে যায়। অন্য পা-টিও ভয়াবহ ভাবে থেঁতলে যায়। পরে স্থানীয়রা মমিনুরকে উদ্ধার করে কুষ্টিয়া সদর হাসপাতালের নিয়ে যান। 

স্থানীয় বাসিন্দা ও প্রত্যক্ষদর্শী সেন্টু শেখ বলেন, ওভারটেক করতে গিয়ে মোটরসাইকেলটি পড়ে যায়। তখণই বালুভর্তি ড্রাম ট্রাকটি মোটরসাইকেলসহ মমিনুরকে চাপা দেয়। 

স্থানীয় অনেকে অভিযোগ করে বলেন, সড়ক জুড়ে আঁকাবাঁকা মোড়। বালুবোঝাই ট্রাকগুলো অতিরিক্ত গতিতে চলাচল করে। এতে প্রায় দুর্ঘটনার শিকার হচ্ছে মানুষ। তারা ড্রাম ট্রাক চলাচল বন্ধের দাবি জানান। 

Accident3

আহত মমিনুরের চাচা সাইদ্লু ইসলাম ফোনে জানান, মমিনুর বাজারে যাচ্ছিল। পথিমধ্যে ট্রাকের চাপায় তার এক পা কেটে পড়ে যায় সড়কে। আরেক পায়ের ওপারেশন চলছে। 

কুষ্টিয়া সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) হোসেন ইমাম বলেন, অবস্থা খুবই সংকটাপন্ন। প্রাথমিকভাবে রক্তক্ষরণ বন্ধের জন্য অস্ত্রপ্রচার চলছে। এখনই কিছু যাচ্ছে না। রোগীকে অন্য হাসপাতালে পাঠানো হতে পারে। 

কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামাল উদ্দিন বলেন, ‘ঘটনাটি সম্পর্কে জেনেছি। আহত ব্যক্তি হাসপাতালে চিকিৎসাধীন। ট্রাক ও মোটরসাইকেল জব্দ করা হয়েছে। বিচ্ছিন্ন হওয়া পা-টিও উদ্ধার করা হয়েছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

এএইচ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর