সোমবার, ২৯ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

‘এনসিপি নেতাকর্মীদের পদত্যাগপত্র অফিসিয়ালি গৃহীত হয়নি’

জেলা প্রতিনিধি, রংপুর
প্রকাশিত: ২৯ ডিসেম্বর ২০২৫, ০৭:২৩ পিএম

শেয়ার করুন:

‘এনসিপি নেতাকর্মীদের পদত্যাগপত্র অফিসিয়ালি গৃহীত হয়নি’
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেন। ছবি: ঢাকা মেইল

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেন বলেছেন, ‘সম্প্রতি এনসিপির দু-একজন পদত্যাগ করেছেন, যাতে আমরা ব্যথিত। তবে তাঁদের পদত্যাগপত্র এখনো দাপ্তরিকভাবে (অফিসিয়ালি) গ্রহণ করা হয়নি। আমরা তাদের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছি এবং এই প্রক্রিয়া অব্যাহত থাকবে।’

সোমবার (২৯ ডিসেম্বর) বিকেলে রংপুর জেলা প্রশাসকের কার্যালয়ে মনোনয়নপত্র দাখিল শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।


বিজ্ঞাপন


আখতার হোসেন বলেন, ‘আমরা গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্য দিয়ে জোটে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি। যাঁরা এই সিদ্ধান্তে ভিন্নমত পোষণ করেছেন, তাদের প্রতি আমাদের শ্রদ্ধা রয়েছে। আমরা যেমন সংখ্যাগরিষ্ঠের সিদ্ধান্তকে সম্মান করি, তেমনি ভিন্নমতাবলম্বীদের মতামতকেও গুরুত্ব দেই।’

আরও পড়ুন—

তিনি আরও বলেন, ‘এনসিপির নেতাকর্মীরা বাংলাদেশের স্বার্থে, গণতন্ত্র রক্ষায় এবং সংস্কার বাস্তবায়নের লক্ষ্যে ঐক্যবদ্ধ। বাংলাদেশে সংগঠিত গণহত্যার বিচার কার্যকর করা, দুর্নীতিমুক্ত সমাজ গঠন এবং আধিপত্যবাদী শক্তিকে পরাস্ত করে দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষার লড়াইয়ে আমরা একতাবদ্ধ থেকে নেতৃত্ব দিতে চাই।’


বিজ্ঞাপন


এর আগে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রংপুর-৪ (পীরগাছা ও কাউনিয়া) আসনে মনোনয়নপত্র জমা দেন আখতার হোসেন। বিকেলে রংপুর জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল আহসানের কাছে তিনি আনুষ্ঠানিকভাবে এই মনোনয়নপত্র হস্তান্তর করেন।

প্রতিনিধি/একেবি

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর