সোমবার, ২৯ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

জামায়াতের সাথে জোট ও আসন সমঝোতা চূড়ান্ত পর্যায়ে আছে: মঞ্জু

জেলা প্রতিনিধি, ফেনী 
প্রকাশিত: ২৯ ডিসেম্বর ২০২৫, ০৪:৫৬ পিএম

শেয়ার করুন:

Jamat
সংবাদিকদের সঙ্গে কথা বলেছেন আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) চেয়ারম্যান ও ফেনী-২ আসনে দলীয় প্রার্থী মজিবুর রহমান মঞ্জু। ছবি: ঢাকা মেইল

জামায়াতে ইসলামীর সঙ্গে এবি পার্টির নির্বাচনী জোট ও আসন সমঝোতা চূড়ান্ত পর্যায়ে রয়েছে বলে জানিয়েছেন মজিবুর রহমান মঞ্জু। 

সোমবার (২৯ ডিসেম্বর) দুপুরে ফেনী-২ আসনে দলীয় প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দেওয়ার পর সাংবাদিকদের তিনি এ তথ্য নিশ্চিত করেন।


বিজ্ঞাপন


মজিবুর রহমান মঞ্জু বলেন, ‘জুলাই অভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়ন এবং গণতান্ত্রিক সংস্কারের ধারা বজায় রাখতে আমরা সমমনা বন্ধুদের সঙ্গে রাজনৈতিক জোট ও আসন সমঝোতার আলোচনা শুরু করেছি। অধিকাংশ বিষয়ে সমঝোতা চূড়ান্ত, তবে কিছু বিষয়ে আরও আলোচনা বাকি আছে।’

তিনি আরও উল্লেখ করেন, কেবল আসন ভাগাভাগি নয়, বরং গণভোটে ‘হ্যাঁ’-এর পক্ষে জনগণকে ঐক্যবদ্ধ করাই এই জোটের অন্যতম প্রধান অঙ্গীকার।

আরও পড়ুন—

ফেনী-২ আসনের পরিস্থিতি তুলে ধরে এবি পার্টির চেয়ারম্যান বলেন, ‘এ আসনে জামায়াতের জনপ্রিয় নেতা লিয়াকত আলী ভূঁইয়া দীর্ঘকাল কাজ করলেও জোটের স্বার্থে এবং জুলাই অভ্যুত্থানের বৃহত্তর অঙ্গীকার রক্ষায় তিনি এবার মনোনয়ন জমা দেননি। তার এই ত্যাগকে আমরা সম্মান জানাই এবং জোটবদ্ধ হয়েই আমরা নির্বাচনে লড়ব।’

দেশের বর্তমান ক্রান্তিকালে ব্যক্তিগত বা দলীয় স্বার্থের চেয়ে দেশ ও জনগণের অধিকার ফিরিয়ে দেওয়াকেই অগ্রাধিকার দিচ্ছেন বলে মন্তব্য করেন মঞ্জু। তিনি জানান, আজ সারা দেশে এবি পার্টির প্রায় ৭০ জন প্রার্থীর মনোনয়নপত্র জমা দেওয়ার কথা রয়েছে।

mon

মনোনয়নপত্র জমা দেওয়ার সময় এনসিপির জেলা আহ্বায়ক জাহিদুল ইসলাম সৈকতসহ স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

প্রতিনিধি/একেবি

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর