সোমবার, ২৯ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

বাবাকে কুপিয়ে হত্যা করে থানায় এসে ছেলের আত্মসমর্পণ

জেলা প্রতিনিধি, রংপুর
প্রকাশিত: ২৯ ডিসেম্বর ২০২৫, ০৪:৩০ পিএম

শেয়ার করুন:

বাবাকে কুপিয়ে হত্যা করে থানায় এসে ছেলের আত্মসমর্পণ
ঘাতক ছেলে মাসুদ।

বাবাকে নিজ হাতে কুপিয়ে হত্যা করে থানায় এসে আত্মসমর্পণ করেছে মাসুদ নামের ওই ঘাতক ছেলে। এই মর্মান্তিক ঘটনাটি ঘটেছে রংপুরের মমিনপুর ইউনিয়নের মহেশপুর এলাকায়।

সোমবার (২৯ ডিসেম্বর) দুপুর এই মর্মান্তিক হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।


বিজ্ঞাপন


নিহত ব্যক্তির নাম নুরুল মিয়া (৫০)। পারিবারিক কলহের জেরে এ ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।

বিষয়টি নিশ্চিত করেছেন রংপুর সদর কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল গফুর।

স্থানীয় সূত্রে জানা যায়, ছেলে ও বাবার মধ্যে কথা কাটাকাটির একপর্যায়ে ধারালো অস্ত্র দিয়ে বাবার ওপর হামলা চালায় মাসুদ। এতে ঘটনাস্থলেই নুরুল গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে স্থানীয়রা রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার আগেই তার মৃত্যু হয়।

আরও পড়ুন

গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় পুলিশ সদস্য নিহত

ঘটনার পর অভিযুক্ত ছেলে মাসুদ নিজেই রংপুর কোতয়ালী সদর থানায় গিয়ে পুলিশের কাছে আত্মসমর্পণ করে। পরে পুলিশ তাকে হেফাজতে নেয়।

রংপুর সদর কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল গফুর বলেন, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে এবং এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। মামলা সম্পন্ন হলে মাসুদকে আদালতে প্রেরণ করা হবে।

প্রতিনিধি/এসএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর