সোমবার, ২৯ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় পুলিশ সদস্য নিহত

জেলা প্রতিনিধি, গোপালগঞ্জ
প্রকাশিত: ২৯ ডিসেম্বর ২০২৫, ০৩:২৮ পিএম

শেয়ার করুন:

গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় পুলিশ সদস্য নিহত

গোপালগঞ্জের মুকসুদপুরে ঢাকা-খুলনা মহাসড়কে সড়ক দুর্ঘটনায় রবিউল ইসলাম মোল্লা নামের এক পুলিশ সদস্য নিহত হয়েছেন।

সোমবার (২৯ ডিসেম্বর) সকালে ভাঙ্গাপোল নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। 


বিজ্ঞাপন


পুলিশ সদস্য রবিউল ইসলাম মোল্লা (৪২) নড়াইল জেলার লোহাগাড়া থানায় কর্মরত ছিলেন। তিনি মুকসুদপুর উপজেলার মোচনা ইউনিয়নের নওহাটা গ্রামের বজলার মোল্লার ছেলে। রবিউল ইসলাম স্ত্রী ও দুই ছেলে রেখে গেছেন। 

সূত্র জানায়, সোমবার সকালে নিজ বাড়ি মুকসুদপুরে আসার পথে গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার কদমপুর ভাঙ্গাপোল নামক স্থানে ঢাকা থেকে খুলনাগামী বনফুল পরিবহন পেছন থেকে মোটরসাইকেল চালক পুলিশ সদস্য রবিউল ইসলামকে চাপা দিলে ঘটনাস্থলেই মারা যান তিনি। 

মুকসুদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন বিষয়টি নিশ্চিত করেছেন। তার এমন মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন তিনি।

প্রতিনিধি/ এজে

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর