ময়মনসিংহের গফরগাঁওয়ে ট্রাকচাপায় রিয়াদ ওরফে বাবু (২০) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ সময় ব্যাটারিচালিত একটি অটোরিকশার চার যাত্রীও আহত হয়েছেন।
রোববার (২৮ ডিসেম্বর) সন্ধ্যা সোয়া ৭টার দিকে উপজেলার পাগলা থানাধীন পাঁচবাগ ইউনিয়নের খুরশিদ মহল ব্রিজের ওপর এ দুর্ঘটনা ঘটে।
বিজ্ঞাপন
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন পাগলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম।
রিয়াদ ওই ইউনিয়নের টান দিঘীরপাড় গ্রামের বাচ্চু মিয়ার ছেলে। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছেন স্থানীয়রা।
স্থানীয় সূত্রে জানা যায়, রোববার সন্ধ্যায় খুরশিদ মহল ব্রিজের ওপর চলন্ত একটি মোটরসাইকেল ও ব্যাটারিচালিত অটোরিকশাকে দ্রুতগামী এক ট্রাক পেছন দিক থেকে চাপা দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী রিয়াদ নিহত হন। ওই সময় অটোরিকশায় থাকা অজ্ঞাতপরিচয়ের আরো চারজন যাত্রী আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যায় পুলিশ।
পাগলা থানার ওসি মো. আমিনুল ইসলাম জানান, লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে।
প্রতিনিধি/টিবি

