মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

সিদ্ধিরগঞ্জে ট্রাকচাপায় ২ মোটরসাইকেল আরোহী নিহত

জেলা প্রতিনিধি, নারায়ণগঞ্জ
প্রকাশিত: ১৩ জানুয়ারি ২০২৫, ০৪:৪৩ পিএম

শেয়ার করুন:

ঘোড়াঘাটে ট্রাকের ধাক্কায় ভ্যানযাত্রী নিহত

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের আদমজী সড়কে ট্রাকচাপায় দুই মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। 

সোমবার (১৩ জানুয়ারি) দুপুর আড়াইটার দিকে সিদ্ধিরগঞ্জ আদমজী ইপিজেডের সামনে এ দুর্ঘটনা ঘটে।


বিজ্ঞাপন


নিহতরা  হলেন, শুভ (২২) ও ইমন (২১)। নিহতরা  নাসিক ১ নম্বর ওয়ার্ডের মুজিববাগ এলাকার বাসিন্দা।

সিদ্ধিরগঞ্জ থানার ওসি মোহাম্মদ শাহিনূর আলম বলেন, মোটরসাইকেলযোগে তিন যুবক অটোরিকশাকে ওভারটেক করার চেষ্টাকালে ধাক্কা লেগে তিনজন পড়ে যান। এ সময় দ্রুতগতিতে যাওয়া একটি ট্রাকচাপা দিলে ঘটনাস্থলে দু’জনের মৃত্যু হয়। অন্যজন গুরুতর আহত হয়েছেন। নিহতদের লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। আইনি কার্যক্রম চলমান।

প্রতিনিধি/ এজে

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর