রোববার, ২৮ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

ফসলি জমির মাটি কেটে বিক্রি

অভিযান চালানোয় এসিল্যান্ডের বিরুদ্ধে মিছিল, সাংবাদিককে মারধর, ভাঙচুর

জেলা প্রতিনিধি, নেত্রকোনা
প্রকাশিত: ২৮ ডিসেম্বর ২০২৫, ০৬:৩৮ পিএম

শেয়ার করুন:

অভিযান চালানোয় এসিল্যান্ডের বিরুদ্ধে মিছিল, সাংবাদিককে মারধর, ভাঙচুর
সাংবাদিকদের ভাঙচুর করা মোটরসাইকেল।

নেত্রকোনার মদন উপজেলায় অবৈধভাবে কৃষি ও খাস জমির মাটি কেটে বিক্রির বিরুদ্ধে অভিযান চালানোয় সহকারী কমিশনার (ভূমি) শাওলিন নাহারের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল করেছে মাটি বিক্রির সঙ্গে সংশ্লিষ্টরা।

রোববার (২৮ ডিসেম্বর) সকালে মদন উপজেলা পরিষদ চত্বরে এ বিক্ষোভ করেন তারা।


বিজ্ঞাপন


ওই সময় এ সংক্রান্ত সংবাদ প্রকাশ করার দৈনিক আমার দেশ পত্রিকার মদন উপজেলা প্রতিনিধি নিজাম উদ্দিনের মোটরসাইকেল ভাঙচুর করে তাকে মারধরসহ লাঞ্ছিত করেন। পরে নিজাম উদ্দিনকে উদ্ধার মদন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন সহকর্মীরা। 

এ ঘটনায় দুপুরে সাংবাদিক নিজাম উদ্দিন ১৯ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও বেশ কয়েকজনকে আসামি করে থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।

উপজেলা প্রশাসন, পুলিশ ও স্থানীয় লোকজন সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে একটি প্রভাবশালী মহল কৃষি জমির টপসয়েল ও খাস জমির মাটি কেটে বিক্রি করে আসছে। পরিবেশ আইন অমান্য করে মাটি খেকোরা বেপরোয়াভাবে অবৈধভাবে মাটি বিক্রি, নিয়মিত অভিযান পরিচালনা করেছেন মদন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাওলিন নাহার। অবৈধভাবে মাটি কাটার কারণে গত সপ্তাহে দুইজনকে ৫০ হাজার টাকা করে জরিমানা ও একজনকে এক মাসের জেল দেওয়া হয়। এ নিয়ে স্থানীয় সাংবাদিকরা সংবাদ প্রকাশ করেন। এতে ক্ষিপ্ত হয় মাটি খেকো চক্রটি।

আরও পড়ুন

ব্রাহ্মণবাড়িয়ায় আদর্শ মাতৃভাণ্ডারে অস্বাস্থ্যকর পরিবেশ, জরিমানা

আজ রোববার সকালে প্রায় ৭০/৮০ জন লোক উপজেলা পরিষদ চত্বরে ঢুকে এসিল্যান্ডের বিরুদ্ধে মিছিল করে। নানা অশ্রাব্য ভাষায় গালমন্দ করে। সমাজসেবা কার্যালয়ের সামনে সাংবাদিক নিজাম উদ্দিনের মোটরসাইকেল পেয়ে ভাঙচুর করে। গাড়ি কেন ভাঙা হচ্ছে জানতে চাইলে নিজাম উদ্দিনকে মারধরসহ লাঞ্ছিত করা হয়।

এ বিষয়ে সাংবাদিক নিজাম উদ্দিন জানান, সকালে আমার ব্যক্তিগত কাজে সমাজ সেবা কার্যালয়ে ছিলাম। হঠাৎ এসিল্যান্ডের বিরুদ্ধে একটি মিছিল পরিষদ চত্বরে আসে। এ সময় আমার গাড়ি ভাঙচুর করে। গাড়ির কাছে যাওয়ার সাথে সাথেই আমাকে মারধর করে এবং মোবাইল, টাকা পয়সা নিয়ে যায়। আমি এই ঘটনার বিচার চাই।

এ ব্যাপারে মদন থানার পরিদর্শক (তদন্ত) দেবাংশু কুমার জানান, এ ঘটনায় একটি লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবগত করে তদন্ত করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

জানতে চাইলে উপজেলা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) বেদবতী মিস্ত্রি জানান, অবৈধভাবে মাটি কাটা বন্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। এতে ক্ষিপ্ত হয়ে একটি মহল মিছিল করেছে। এ বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়ার জন্য মদন থানাকে বলা হয়েছে।

প্রতিনিধি/এসএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর