রোববার, ২৮ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

ব্রাহ্মণবাড়িয়ায় আদর্শ মাতৃভাণ্ডারে অস্বাস্থ্যকর পরিবেশ, জরিমানা

জেলা প্রতিনিধি, ব্রাহ্মণবাড়িয়া
প্রকাশিত: ২৮ ডিসেম্বর ২০২৫, ০৬:২৮ পিএম

শেয়ার করুন:

ব্রাহ্মণবাড়িয়ায় আদর্শ মাতৃভাণ্ডারে অস্বাস্থ্যকর পরিবেশ, জরিমানা

ব্রাহ্মণবাড়িয়ায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অস্বাস্থ্যকর প্রক্রিয়ায় খাদ্যদ্রব্য তৈরির দায়ে একটি মিষ্টির দোকানকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

রোববার (২৮ ডিসেম্বর) দুপুরে শহরের ডা. ফরিদুল হুদা রোডে এ অভিযান চালানো হয়। অভিযানের নেতৃত্ব দেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শরীফুল ইসলাম।


বিজ্ঞাপন


ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, দুপুরে ডা. ফরিদুল হুদা রোডস্থ বিভিন্ন মিষ্টির দোকানগুলোতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এ সময় অস্বাস্থ্যকর প্রক্রিয়ায় খাদ্যদ্রব্য তৈরির দায়ে আদর্শ মাতৃভাণ্ডারকে ১০ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে তিনদিনের কারাদণ্ড প্রদান করা হয়। পাশাপাশি স্বাস্থ্যকর পরিবেশ বজায় রেখে খাদ্যদ্রব্য উৎপাদনের জন্য নির্দেশনা দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট।

আরও পড়ুন

মিয়ানমারে পাচারকালে ডিজেল ও সিমেন্টভর্তি বোটসহ আটক ১১

অভিযানে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার স্যানিটারি ইন্সপেক্টর মো. ছফিউর রহমান ভুঁইয়া উপস্থিত ছিলেন।

ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শরীফুল ইসলাম জানান, আদর্শ মাতৃভাণ্ডারে পরিষ্কার-পরিচ্ছন্নতার ঘাটতি ছিল। এজন্য জরিমানা করা হয়েছে। পাশাপাশি স্বাস্থ্যকর পরিবেশ বজায় রেখে যেন খাদ্যদ্রব্য তৈরি করা হয়- সেজন্য সতর্ক করা হয়েছে।


বিজ্ঞাপন


প্রতিনিধি/এসএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর