রোববার, ২৮ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

টেকনাফে বিজিবির অভিযান, ১৭ ভুক্তভোগী উদ্ধার

জেলা প্রতিনিধি, কক্সবাজার 
প্রকাশিত: ২৮ ডিসেম্বর ২০২৫, ০১:০১ পিএম

শেয়ার করুন:

টেকনাফে বিজিবির অভিযান, ১৭ ভুক্তভোগী উদ্ধার

কক্সবাজারের টেকনাফের রাজারছড়া এলাকায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) পরিচালিত বিশেষ অভিযানে সমুদ্র পথে মানবপাচারের সময় হত্যা মামলার এক আসামিসহ ১৭ জন ভুক্তভোগীকে উদ্ধার করা হয়েছে।

রোববার (২৮ ডিসেম্বর) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন টেকনাফ-২ বিজিবি অধিনায়ক লে. কর্নেল আশিকুর রহমান।


বিজ্ঞাপন


জানা যায়, গত ২৬ ডিসেম্বর রাত আনুমানিক ১টা ১৫ মিনিটে টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) মেরিন ড্রাইভ সংলগ্ন রাজারছড়া এলাকায় অভিযান চালায়। অভিযানের সময় পাচারকারীরা রাতের অন্ধকারে পালিয়ে গেলেও নৌকায় থাকা ৭ জন পুরুষ, ৪ জন নারী ও ৭ জন শিশুকে অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়।

বিজিবি জানায়, উন্নত জীবন, ভালো চাকরি ও কম খরচে বিদেশ যাত্রার প্রলোভন দেখিয়ে একটি সংঘবদ্ধ চক্র ভুক্তভোগীদের সাগর পথে মালয়েশিয়ায় পাচারের প্রস্তুতি নিচ্ছিল। উদ্ধারদের যাচাই-বাছাইয়ের সময় মো. তারেক (২০) নামের একজনকে হত্যা মামলার আসামি হিসেবে শনাক্ত করা হয়। তার বাড়ি টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নে।

 


বিজ্ঞাপন


টেকনাফ ২ বিজিবির অধিনায়ক লে. কর্নেল আশিকুর রহমান জানান, মানব পাচারের বিরুদ্ধে বিজিবির জিরো টলারেন্স নীতি অব্যাহত থাকবে এবং সীমান্ত এলাকায় এ ধরনের অপরাধ দমনে কঠোর অভিযান চলবে। উদ্ধার হওয়া ভুক্তভোগীদের প্রয়োজনীয় প্রক্রিয়া শেষে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হবে।

প্রতিনিধি/টিবি

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর