বাগেরহাটের মোরেলগঞ্জে জুনিয়র বৃত্তি পরীক্ষার সব প্রস্তুতি সম্পন্ন করেছে স্থানীয় প্রশাসন। রোববার (২৮ ডিসেম্বর) সকাল ১০টা থেকে উপজেলা সদরের অম্বিকাচরন লাহা পাইলট উচ্চ বিদ্যালয়ে ও লতিফিয়া কামিল মাদরাসা কেন্দ্রে এ পরীক্ষা শুরু হবে।
উপজেলার মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. শহীদুল ইসলাম জানান, উপজেলার ৫৫টি মাধ্যমিক বিদ্যালয় ও ৪২টি মাদরাসা থেকে মোট ১০০২ জন পরীক্ষার্থী রয়েছে। এর মধ্যে ৫৫টি মাধ্যমিক বিদ্যালয় থেকে ৬৪১ জন ও ৪২টি মাদরাসা থেকে ৩৬১ জন বৃত্তি পরীক্ষায় অংশ নেওয়ার কথা রয়েছে।
বিজ্ঞাপন
আরও পড়ুন: সিলেটে ভয়াবহ লোডশেডিং
তিনি আরও জানান, জুনিয়র বৃত্তি পরীক্ষা মেধাবী শিক্ষার্থীদের বাছাইয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাই পরীক্ষা শেষে খাতা মূল্যায়ন দ্রুত সম্পন্ন করে ফল প্রকাশের প্রস্তুতি নেওয়া হবে বলেও জানান এ কর্মকর্তা।
আরও পড়ুন: সাদাপাথর গেলেন মন্ত্রিপরিষদ বিভাগের উচ্চপর্যায়ের তদন্ত দল
মোরেলগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মো. হাবিবুল্লাহ বলেন, শান্তিপূর্ণ পরিবেশে বৃত্তি পরীক্ষা গ্রহণের জন্য কেন্দ্র সচিব ও হল সুপারদের নিয়ে মিটিং করে সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। কেন্দ্রে প্রবেশের আগে পরীক্ষার্থীদের প্রয়োজনীয় যাচাই-বাছাই করা হবে এবং নকলমুক্ত পরিবেশ নিশ্চিত করতে নেওয়া হয়েছে বিশেষ ব্যবস্থা।
বিজ্ঞাপন
প্রতিনিধি/ এমইউ

