রোববার, ২৮ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

মোরেলগঞ্জে জুনিয়র বৃত্তি পরীক্ষার সব প্রস্তুতি সম্পন্ন

জেলা প্রতিনিধি, বাগেরহাট
প্রকাশিত: ২৮ ডিসেম্বর ২০২৫, ০৯:৪০ এএম

শেয়ার করুন:

মোরেলগঞ্জে জুনিয়র বৃত্তি পরীক্ষার সব প্রস্তুতি সম্পন্ন
মোরেলগঞ্জে জুনিয়র বৃত্তি পরীক্ষার সব প্রস্তুতি সম্পন্ন

বাগেরহাটের মোরেলগঞ্জে জুনিয়র বৃত্তি পরীক্ষার সব প্রস্তুতি সম্পন্ন করেছে স্থানীয় প্রশাসন। রোববার (২৮ ডিসেম্বর) সকাল ১০টা থেকে উপজেলা সদরের অম্বিকাচরন লাহা পাইলট উচ্চ বিদ্যালয়ে ও লতিফিয়া কামিল মাদরাসা কেন্দ্রে এ পরীক্ষা শুরু হবে।

উপজেলার মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. শহীদুল ইসলাম জানান, উপজেলার ৫৫টি মাধ্যমিক বিদ্যালয় ও ৪২টি মাদরাসা থেকে মোট ১০০২ জন পরীক্ষার্থী রয়েছে। এর মধ্যে ৫৫টি মাধ্যমিক বিদ্যালয় থেকে ৬৪১ জন ও ৪২টি মাদরাসা থেকে ৩৬১ জন বৃত্তি পরীক্ষায় অংশ নেওয়ার কথা রয়েছে।


বিজ্ঞাপন


আরও পড়ুন: সিলেটে ভয়াবহ লোডশেডিং

তিনি আরও জানান, জুনিয়র বৃত্তি পরীক্ষা মেধাবী শিক্ষার্থীদের বাছাইয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাই পরীক্ষা শেষে খাতা মূল্যায়ন দ্রুত সম্পন্ন করে ফল প্রকাশের প্রস্তুতি নেওয়া হবে বলেও জানান এ কর্মকর্তা।

আরও পড়ুন: সাদাপাথর গেলেন মন্ত্রিপরিষদ বিভাগের উচ্চপর্যায়ের তদন্ত দল

মোরেলগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মো. হাবিবুল্লাহ বলেন, শান্তিপূর্ণ পরিবেশে বৃত্তি পরীক্ষা গ্রহণের জন্য কেন্দ্র সচিব ও হল সুপারদের নিয়ে মিটিং করে সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। কেন্দ্রে প্রবেশের আগে পরীক্ষার্থীদের প্রয়োজনীয় যাচাই-বাছাই করা হবে এবং নকলমুক্ত পরিবেশ নিশ্চিত করতে নেওয়া হয়েছে বিশেষ ব্যবস্থা।


বিজ্ঞাপন


প্রতিনিধি/ এমইউ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর