শুক্রবার, ৫ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

সিলেটে ভয়াবহ লোডশেডিং

জেলা প্রতিনিধি, সিলেট
প্রকাশিত: ১০ সেপ্টেম্বর ২০২৫, ০৯:৩২ এএম

শেয়ার করুন:

সিলেটে ভয়াবহ লোডশেডিং

যান্ত্রিক ত্রুটির কারণে বেশ কয়েকটি বড় বিদ্যুৎকেন্দ্র হঠাৎ বন্ধ হয়ে যাওয়ায় সারাদেশের মতো সিলেটে ভয়াবহ লোডশেডিং দেখা দিয়েছে। এতে চরম ভোগান্তিতে পড়েছেন সিলেটের মানুষ।

মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সন্ধ্যা থেকে নগরের অধিকাংশ এলাকা বিদ্যুৎবিহীন হয়ে পড়ে। তীব্র গরমে নগরবাসীর দুর্ভোগ চরমে পৌঁছেছে।


বিজ্ঞাপন


আরও পড়ুন: বিস্ফোরক সংকটে মধ্যপাড়া পাথর খনিতে উৎপাদন বন্ধ

পিডিবির সিলেট জানায়, সিলেট নগরের বিদ্যুতের চাহিদা ৪০ মেগাওয়াটেরও বেশি। কিন্তু জাতীয় গ্রিড থেকে সরবরাহ মিলছে মাত্র ২৫ দশমিক ৩০ মেগাওয়াট। এর মধ্যে আম্বরখানা সাবস্টেশনে দেওয়া হয়েছে ১৩ মেগাওয়াট, শেখঘাটে ৯ মেগাওয়াট এবং লাক্কাতরায় মাত্র ৩ দশমিক ৩ মেগাওয়াট বিদ্যুৎ।

সিলেট বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের বিক্রয় ও বিতরণ বিভাগ-২ এর নির্বাহী প্রকৌশলী শামস-ই আরেফিন বলেন, জাতীয় গ্রিড থেকে সরবরাহ কম থাকায় নগরবাসীর চাহিদা অনুযায়ী বিদ্যুৎ দেওয়া সম্ভব হচ্ছে না। এটি কত দিন থাকবে তা নির্দিষ্টভাবে বলা যাচ্ছে না। তবে জাতীয় গ্রিডে পর্যাপ্ত সরবরাহ পাওয়া গেলে পরিস্থিতি স্বাভাবিক হবে।

আরও পড়ুন: সাদাপাথর গেলেন মন্ত্রিপরিষদ বিভাগের উচ্চপর্যায়ের তদন্ত দল


বিজ্ঞাপন


এদিকে মঙ্গলবার সন্ধ্যায় এক বার্তায় বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিপিডিবি) জানিয়েছে, এ পরিস্থিতি সাময়িক এবং আগামী ২-৩ দিনের মধ্যে উন্নতি হবে বলে আশা করা যাচ্ছে। বার্তায় বলা হয়, বেশ কয়েকটি বড় বিদ্যুৎকেন্দ্র যান্ত্রিক ত্রুটিজনিত কারণে হঠাৎ বন্ধ হওয়ায় দেশব্যাপী লোডশেডিং করতে হচ্ছে। 

প্রতিনিধি/ এমইউ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর