রোববার, ২৮ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

পানছড়িতে ১১টি ভারতীয় গরুসহ আটক ১

জেলা প্রতিনিধি, খাগড়াছড়ি
প্রকাশিত: ২৭ ডিসেম্বর ২০২৫, ০৯:৫২ পিএম

শেয়ার করুন:

পানছড়িতে ১১টি ভারতীয় গরুসহ আটক ১

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার সীমান্ত এলাকা থেকে ১১টি ভারতীয় গরুসহ এক চোরাকারবারিকে আটক করেছে বিজিবি।

শনিবার (২৭ ডিসেম্বর) সকালে ৩ বিজিবি লোগাং জোন অভিযান চালিয়ে গরুগুলোসহ এক চোরাকারবারিকে আটক করে।


বিজ্ঞাপন


আটক ব্যক্তির নাম রন্তু চাকমা (৩৮)। তিনি পানছড়ি উপজেলার সীমান্তবর্তী শিবচরণ কার্বারিপাড়ার লিফ চরণ চাকমার ছেলে।

আরও পড়ুন

জয়পুরহাট সীমান্তে বিজিবির বাধায় বিএসএফের কাঁটাতারের বেড়া নির্মাণ বন্ধ

বিজিবি সূত্র জানায়, আজ সকালে ৩ বিজিবির লোগাং বিওপির টহল কমান্ডার নায়েব সুবেদার আবুল হাসানের নেতৃত্বে একটি টহল দল পানছড়ির হাতিমারা (সেগুনবাগান) এলাকায় অভিযান চালায়। এ সময় গরু ও একটি অবৈধ ওয়াকিটকিসহ এক চোরাকারবারিকে হাতেনাতে আটক করা হয়। পরে দুপুরে আটক চোরাকারবারি ও গরুগুলো পানছড়ি থানায় হস্তান্তর করা হয়।

পানছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফেরদৌস ওয়াহিদ বলেন, ভারতীয় গরুগুলোসহ চোরাকারবারিকে থানায় হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় মামলা করার প্রক্রিয়া চলছে।


বিজ্ঞাপন


প্রতিনিধি/এসএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর